(Source: ECI/ABP News/ABP Majha)
Fraud Case: কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার এক
রামনগরের এক বাসিন্দা বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করনে। অভিযোগ, জ্যোতির্ময়ী দিন্দা তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে ওফ ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেন।
রঞ্জিত সাউ, বিধাননগর: কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। জ্যোতির্ময়ী দিন্দা নামের অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।
সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা: পুলিশ সূত্রে খবর, ২৫ এপ্রিল রামনগরের বাসিন্দা সুশান্ত দাস বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করনে। তাঁর অভিযোগ, জ্যোতির্ময়ী দিন্দা তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে ওফ ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেন। তবে অনেকদিন পেরিয়ে গেলেও কোনও রকম পদক্ষেপ তিনি করেননি। প্রতারিত হয়েছে বুঝতে পারে বিধাননগর পূর্ব থানার দারস্থ হন তিনি। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
RG কর মেডিক্যাল কলেজে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস: এদিকে ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা। কর্তৃপক্ষের তৎপরতায় RG কর মেডিক্যাল কলেজে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। পুলিশের জালে হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী। RG কর মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, MBBS’এ ভর্তির জন্য ডোনার কোটায় ২টি আসন রয়েছে। সেই ২টি আসনেই প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। আগরতলার ২ পড়ুয়ার থেকে নেওয়া হয় ২৫ লক্ষ টাকা। RG কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অধ্যক্ষের সই জাল ও ই-মেল হ্যাক করেছিল প্রতারকরা। শুধু ওই দুই পড়ুয়াই নন, RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা করেছিল প্রতারকরা। তাঁর মেয়ের ভর্তির জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই আধিকারিক। এজন্য হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে একজনের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিক। এরপরই CCTV ফুটেজ দেখে হাসপাতালের এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: Debangshu Bhattacharya:"তৃণমূলে মিশেছে নর্দমার জল!'' বিতর্কের মুখে পড়ে ফেসবুক পোস্ট মুছলেন দেবাংশু