Weather Update: বঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা, বৃষ্টির ভ্রুকুটি জেলায় জেলায়
West bengal Rain Alert: দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।
কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সতর্কতা জারি: সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই। এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি, লক্ষ্ণৌ, সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পার্বত্য দু-এক এ জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা
আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার।
ভিনরাজ্যের আবহাওয়া
ওড়িশাতে প্রবল বৃষ্টির আশঙ্কা। অতিভারি বৃষ্টি হবে, ঝাড়খন্ড, বিহার, রাজস্থান, ছত্তিসগড়, তামিলনাড়ু, কেরালা,পন্ডিচেরি এবং কর্নাটকে। ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: আমি জানি CPM আর BJP RG করে গিয়ে ভাঙচুরটা করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়