Primary TET: রাজ্যে আজ প্রাথমিকের টেট
West Bengal TET: এবারের টেটে বসছেন প্রায় ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। কলকাতার ৫টি কেন্দ্রে ২ হাজার ২০০ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন।
কলকাতা: রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট (Primary TET)। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে কলকাতায় ৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবারের টেটে বসছেন প্রায় ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। কলকাতার ৫টি কেন্দ্রে ২ হাজার ২০০ জন চাকরিপ্রার্থী পরীক্ষাদেবে।
প্রশ্নের ধাঁচ: আজ বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে। নির্ধারিত সময়ের আগে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে। TET-এর পূর্ণমান ১৫০। মোট ১৫০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে MCQ ধাঁচে। ভুল উত্তরে কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার্থীদের সুবিধার্থে
হেল্পলাইন নম্বর চালু করেছে পর্ষদ। জেলাভিত্তিক হেল্পলাইন নম্বরের তালিকা দেখতে ক্লিক করুন
কড়া নজরদারিতে পরীক্ষার বন্দোবস্ত: স্বচ্ছতা বজায় রাখতে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন জেলার নামে তৈরি করা হয়েছে ডেস্ক। প্রতিটি ডেস্ক থেকে সিসি ক্যামেরায় চলছে পরীক্ষা কেন্দ্রে নজরদারি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থী, পরীক্ষা-পরিদর্শক থেকে শুরু করে সেন্টার ইনচার্জ, সবাইকেই মোবাইল ফোন জমা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। পরীক্ষার্থীর পরিচয় যাচাইয়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে জলের বোতল, ঘড়ি নিয়েও ঢোকাও নিষেধ। OMR শিট নিরাপদে রাখার জন্য কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, তিনটি ভাগে চলছে নজরদারি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের এন্ট্রি গেটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।যার কন্ট্রোল রয়েছে পর্ষদ অফিসে। একে বলা হচ্ছে কমান্ড কন্ট্রোল রুম। নজরদারির দ্বিতীয় ভাগ ফ্রিস্কিং। এই পর্যায়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হচ্ছে। ভুয়ো পরীক্ষার্থী ধরতে এবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে পর্ষদ। নজরদারির তৃতীয় পর্যায়ের নাম বায়ো। এক্ষেত্রে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ খতিয়ে দেখার পাশাপাশি, বায়োমেট্রিক তথ্য ও ফেসিয়াল রিকগনিশন মিলিয়ে দেখা হচ্ছে। ঢোকা-বেরোনোর জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে একটি করে গেট খোলা রাখতে বলেছে পর্ষদ।
বাড়তি পরিষেবার বন্দোবস্ত: রবিবার টেট-পরীক্ষার্থীদের জন্য বাড়তি পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। মেট্রো সূত্রে খবর, অন্যান্য রবিবার যেখানে ব্লু লাইন বা দমদম ও নিউ গড়িয়ার মধ্যে চলাচল করে ১৩০টি ট্রেন, সেখানে পরীক্ষার দিন চালানো হবে ২৩৪টি ট্রেন। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। সকাল ৯টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছেড়েছে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য পরিবহণ দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হলে, দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলি হল, 033-2475-1621 ও 1800-3455192। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু থাকবে পরিবহণ দফতরের এই কন্ট্রোল রুম। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত টেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Bengal: বাড়ছে আক্রান্তের সংখ্যা, বছরশেষে বাংলায় কালাজ্বর আতঙ্ক
Education Loan Information:
Calculate Education Loan EMI