West Bengal News : এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
Bengal News Live : রাজ্যের সব খবর সবার আগে জানতে, নজর রাখুন এখানে।
LIVE
Background
কলকাতা :
- সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআর করা যাবে। বলে নির্দেশ দেয় হাইকোর্ট এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- নুসরত (Nusrat Jahan) বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (BJP MP Locket Chatterjee) বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। 'রোজভ্যালি থেকে লাভবান হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও' অভিযোগ।
- বিজেপির বিরুদ্ধে এবার সরব বিজেপির বিধায়ক। গোর্খাল্যান্ড ইস্যুতে (Gorkhaland Issue) বিধানসভার আম্বেদকার মূর্তির সামনে অবস্থানে কার্শিয়ঙের বিধায়ক। 'গোর্খাল্যান্ড নিয়ে সরব হব বলে লোকসভায় কথা দিয়েছিলাম, কেউ সরব হলেন না'। অভিযোগ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
- মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে জুতোপেটা দলীয় কর্মীর। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীর। 'জেলায় বিভিন্ন লোকেদের কাছে টাকা তুলেছেন প্রদ্যুৎ'। 'টাকা তুললেও প্রার্থীদের জেতানোর কোনও চেষ্টা করেননি' অভিযোগ বিজেপি প্রার্থীদের। 'হাইকোর্টের সামনেই হামলা, দলের কেউ নন, হামলাকারীরা তৃণমূলের এজেন্ট', পাল্টা দাবি প্রদ্যুৎ বৈদ্যের।
- গাড়ি থেকে টোল চাওয়ায় সাংসদের 'দাদাগিরি'! বিতর্কে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল । পালসিট টোল প্লাজার স্টপার ভেঙে এগনোর চেষ্টা । বাধা দিলে টোল প্লাজার কর্মীকে গলা ধাক্কা ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 'গাড়ি আটকানোয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে দেরি হচ্ছিল'। 'গাড়ি কিছুতেই না ছাড়ায় উত্তেজনার মুহূর্তে ধাক্কা দিয়েছি, আমি অনুতপ্ত'। বিতর্কের মুখে সাফাই সাংসদ সুনীল মণ্ডলের।
- রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে পদক্ষেপ বোসের।
Vande Bharat Express: এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে।
Bankura News: বাঁকুড়া ও কোচবিহারে বিরোধীদলের জয়ী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েতের দখল নিতে দলবদল কৌশল। এবার বাঁকুড়া ও কোচবিহারে বিরোধীদলের জয়ী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর ফলে বাঁকুড়ায় একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখলের পথে একধাপ এগোল শাসকদল। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
Mohammed Salim: রাহুলকে শুভেচ্ছাবার্তা মমতার, কটাক্ষ সেলিমের
রাহুল গাঁধীকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শুভেচ্ছা, তীব্র কটাক্ষ মহম্মদ সেলিমের। 'বিজেপির থেকে শিক্ষা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা। বাজার খারাপ বুঝে অন্য বিরোধীদের আঁকড়ে ধরার চেষ্টা', তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগে ফের সরব সেলিম। 'জ্যোতি বসুও একসময় বাজপেয়ীর সঙ্গে হাত মিলিয়েছিলেন', প্রকৃত বিরোধী হলে তৃণমূলকে সমর্থন করুন, সেলিমকে পাল্টা শান্তনু সেন।
Bardhaman News: গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলাধাক্কা, ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক
তাঁর গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলাধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! গতকাল সেই পালসিট টোলপ্লাজায় গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
Nandigram News: জয়ের শংসাপত্র পেলেও হাইকোর্টের নির্দেশে ঝুলে রয়েছে নন্দীগ্রামের দুই প্রার্থীর ভাগ্য
তৃণমূল ও নির্দল, দুই প্রার্থীকেই দেওয়া হয়েছে জয়ের শংসাপত্র। হাইকোর্টের নির্দেশে ঝুলে রয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। যদিও, দুই প্রার্থীরই দাবি, তাঁরাই জয়ী হয়েছেন।