Summer Vacation Extended: বাংলায় স্কুলে বাড়ল গরমের ছুটি! কবে কোন জেলার স্কুল বন্ধ?
Lok Sabha Poll 2024: ১৯ এপ্রিল রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা।
![Summer Vacation Extended: বাংলায় স্কুলে বাড়ল গরমের ছুটি! কবে কোন জেলার স্কুল বন্ধ? West Bengal School Closed summer vacation extended for Lok Sabha Election 2024 Summer Vacation Extended: বাংলায় স্কুলে বাড়ল গরমের ছুটি! কবে কোন জেলার স্কুল বন্ধ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/0e741dfd68b242e8f5ae459752753e341711962244575385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
তারপরে আরও পাঁচ দফার ভোট রয়েছে রাজ্যে। সেই সময় গরমের ছুটিও পড়ে স্কুলগুলিতে। এমনিতে ১০ দিনের ছুটি থাকে, এবার তা ২২ দিনের হচ্ছে। ভোটের জন্য এবার গরমের ছুটি ১২ দিন বাড়ল। যেহেতু স্কুলগুলিতে ভোটকেন্দ্র হবে। স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মচারী ভোটের কাজে দূরে যাবেন, ব্য়স্ত থাকবেন, সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। ফলে এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে।
আরও পড়ুন: 'আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ', জানাল কমিশন, সতর্ক হওয়ার নির্দেশ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)