(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Army Recruitment: ভারতীয় সেনার গ্রুপ-সি পদে চাকরির সুযোগ, এই যোগ্যতা আছে তো ?
Indian Army Recruitment: ভারতীয় সেনায় সব মিলিয়ে ৬ জনকে গ্রপ-সি পোস্টের জন্য নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মেসেঞ্জার, সাফাইওয়ালা পদেই হবে যাবতীয় নিয়োগ।
কলকাতা: ভারতীয় সেনায় (Indian Army) একাধিক পদে নিয়োগের (Recruitment 2021) বিজ্ঞপ্তি জারি হয়েছে। গ্রুপ-সি পদে হবে এই নিয়োগ।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে সেনা হেডকোয়ার্টারে আবেদনপত্র জমা দিতে হবে।
Indian Army Recruitment: ভারতীয় সেনায় সব মিলিয়ে ৬ জনকে গ্রপ-সি পোস্টের জন্য নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মেসেঞ্জার, সাফাইওয়ালা পদেই হবে যাবতীয় নিয়োগ। হাসিমারা, বেঙ্গাডুবি ছাড়াও গ্যাংটক স্টেশন হেডকোয়াটারে হবে এই নিয়োগ।
কোন পদে কত নিয়োগ
STENOGRAPHER GRADE-II : 01 (UR) (Bengdubi)
LOWER DIVISION CLERK : 01 (UR) (Hashimara)
MESSENGER: 03 (UR-2; OBC-1) (Bengdubi/ Gangtok)
SAFAIWALA: 01 (UR) (Bengdubi)
Indian Army Recruitment: শিক্ষাগত যোগ্যতা
স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য ক্লাস ১২ পাশ ও স্টেনোগ্রাফি জানতে হবে চাকরিপ্রার্থীর। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ১২ ক্লাস পাশ ছাড়াও থাকতে হবে কম্পিউটারে হিন্দি/ইংলিশ টাইপের যোগ্যতা। মেসেঞ্জার ও সাফাইওয়ালার ক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Indian Army Recruitment: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স সীমা ১৮-২৫ বছরের মধ্যে থাকতে হবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা OBC-দের ক্ষেত্রে এই বয়সের ঊর্ধবসীমা ২৮ বছর পর্যন্ত রাখা হয়েছে।
Indian Army Recruitment: প্রার্থী বাছাই
চাকরিপ্রার্থীদের ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল, স্কিল টেস্ট ছাড়াও লিখিত পরীক্ষা দিতে হবে।পরীক্ষার দিন, কেন্দ্র ও সময়ের বিষয়ে ইন্ডিয়ান আর্মির (Indian Army) অফিশিয়াল ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।Official website of Indian Army — https://indianarmy.nic.in
আরও পড়ুন : Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন
Indian Army Recruitment: কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা, ছাড়াও নির্দিষ্ট শংসাপত্রের কপি-সহ আবেদন পত্র Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office – Bengdubi, District- Darjeeling, PIN-734424 এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর এইভাবে
APPLICATION FOR THE POST OF___________ (UR/OBC)লিখতে হবে আবেদনকারীদের। এই বিষয়ে বিশদে জানতে https://indianarmy.nic.in-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI