IAS Success Story : নিজেকে জানা জরুরি, জরুরি নিজেকে নিজে অনুপ্রাণিত করা
IAS Success Story of Namita Sharma : নিজেকে জানতে হবে। আত্মসমীক্ষা করা জরুরি। নিজের আবেগকে বুঝে নিয়ে লড়াইয়ে লেগে থাকতে হবে। বলছেন নমিতা। নিজের শখের চর্চাও পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাওয়া যেতে পারে।
নয়াদিল্লি : একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS,তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের লড়াইয়ের গল্প কঠিন রাস্তাটা সুগম করে দিতে পারে। আজ থাকল নমিতা শর্মার লড়াইয়ের IAS জার্নি।
প্রতিদিন সকালে উঠে নিজের সঙ্গে কথা বলতেন। একদম নিজেকে সময় দেওয়া যাকে বলে। পজিটিভ কথা বলতেন। নিজেকে নিজে অনুপ্রাণিত করতেন। হবু IAS-দের একই পরামর্শ দিচ্ছেন নমিতা। বলছেন, সবসময় অন্য লোকে বলবে, কী করা উচিত, এমনটা কেন হবে ? প্রত্যেকের মধ্যে ভালো কিছু করার যে ইচ্ছা রয়েছে, সফল হওয়ার জন্য সেটাই যথেষ্ট। প্রত্যেকদিন নিজেকে মনে করানো দরকার নিজের লক্ষ্য। সকালে উঠে ছোটো ছোটো কিছু জিনিস, যার জন্য আপনি আনন্দিত বোধ করেন, সেগুলো মনে করে খুশি থাকা উচিত। তা সে ছোটো ছোটো খুশিই বা হোক না কেন। যেমন, স্বাস্থ্য ভালো আছে। ইন্টারনেট কানেকশন আছে ইত্যাদি। এগুলোও তো ইতিবাচক বিষয় জীবনের। অনেককে তো এসব থেকে বঞ্চিত থাকতে হয়। আসলে সকাল থেকে দিন শুরু করাটা পজিটিভ নোটে হওয়া দরকার। মেডিটেশনও উপকারী। খুশি মনে পড়াশোনা করলে তা এনার্জি বাড়ায় আর সফল হতে সহায়তাও করে।
আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন নমিতা। বলছেন, লক্ষ্যপূরণে বাধা দেবে, এমন ব্যক্তি বা বিষয়ের থেকে দূরে সরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। পড়াশোনার পাশাপাশি এসব বিষয়ও পরীক্ষার্থীকে সাফল্যের রাস্তায় হাঁটতে সহায়তা করতে পারে। কীভাবে পড়াশোনা করতেন নমিতা ? নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে কঠিন লড়াইয়ের কথা বলেছেন তিনি। অত সহজে সাফল্য আসেনি তাঁর। টানা লেগে থেকেছেন। দিল্লিতেই পড়াশোনা। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক। পরে বছর দুয়েক চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে। পরে সিদ্ধান্ত নেন UPSC দেবেন। তবে শুরুতেই সাফল্য আসেনি। চারবার প্রিলিমিনারিতে অসফল। তবে হাল না ছেড়ে টানা লেগে থাকেন। পঞ্চমবারের চেষ্টায় ইন্টারভিউয়ের দোরগোড়া পর্যন্ত পৌঁছন। তবে সেবারও হয়নি। অবশেষে দু'হাজার আঠেরো সালে গোটা দেশে র্যাঙ্ক করেন ১৪৫। স্বপ্ন সফল হয়।
পরীক্ষার্থীদের উদ্দেশে নমিতার বার্তা, টানা অনুশীলন করলে ফল মিলবেই। ছোটো ছোটো বিষয়ের প্রতিও লক্ষ্য দেওয়ার কথা বলেছেন নমিতা। পড়াশোনা ডিসিপ্লিন মেনে করা উচিত। রিভিজন, অনুশীলন আর উত্তরপত্র লেখার ওপর বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনমাফিক অনলাইন সাপোর্ট নিলে উপকার, পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা নমিতার। বলেছেন হতেই পারে, একবার-দুবারে সাফল্য আসবে না। সেসব দিকে নজর না দিয়ে IAS হওয়ার টার্গেট রাখলে সাফল্য আসবেই।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
Education Loan Information:
Calculate Education Loan EMI