এক্সপ্লোর
Advertisement
ভোট দিতে গেলে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, তৃণমূলের 'হুমকি' উপেক্ষা করে ভোট মিনাখাঁবাসীর
মিনাখাঁ (উত্তর ২৪ পরগনা): ভোট দিতে গেলে ভাল হবে না। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে। হুমকির সেই চেনা ছবি। এ বার উত্তর ২৪ পরগনায় মিনাখাঁয়। এবারও অভিযুক্ত তৃণমূল।
মিনাখাঁর বালিগৌড়ি গ্রামে, ছ’শোর কাছাকাছি ভোটার সকাল থেকে ভোট দিতে যেতে পারেননি। অভিযোগ, সিপিএম সমর্থক বলেই তাঁদের বুথের ধারে কাছে ঘেঁষতে দেয়নি তৃণমূল। শুধু ভোটারদের নয়, হুমকি দিয়ে সিপিএমের মহিলা পোলিং এজেন্টকেও বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। স্বামীকে ঠিকঠাক দেখতে চাইলে আর আসিস না বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানান মিনাখাঁর বালিগৌড়ির বাসিন্দা রীনা মণ্ডল।
মিনাখাঁর বালিগৌড়ি গ্রামের এই ভোট-ছবি সামনে আসার পরপরই সেখানে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ভোটারদের আশ্বস্ত করেন। এরপরই, গ্রামের অনেকে যান ভোট দিতে। এক গ্রামবাসী ভোটদানের পর বাহিনীর জওয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোট দিতে পেরে খুব ভাল লাগছে। আপনাদের জন্যই ভোট দিতে পারলাম।
অনেকে ভোট দিলেন। কিন্তু, বালিগৌড়ি গ্রামের অনেকে ভোট দিলেনও না। হুমকির মুখে তাঁরা ভোট দিতে যাওয়ার সাহস আর দেখাতে পারেননি। ভোট দিলে যদি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়!
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement