Bengal Violence: মুখ্যসচিবকে রাজভবনে তলব রাজ্যপালের
নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে ব্যর্থ অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব।
কলকাতা: মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল। নিজেই এই কথা ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিন ট্যুইট করে রাজ্যপাল লিখেছেন, নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে ব্যর্থ অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি-র ৩ মে জমা দেওয়া রিপোর্টও রাজ্যপাল পাননি বলে জানিয়েছেন। সেই কারণেই আজ সন্ধে ৭টার মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন বলে ট্যুইট করে জানালেন জগদীপ ধনকড়।
নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কোথাও মারধর, কোথাও আবার খুনের অভিযোগ। বাড়ি ভাঙচুর। কোথাও আক্রান্ত তৃণমূল। রিসের্টে আগুন। কর্মীদের ওপর হামলা। মাকে মারধর। বাদ যাচ্ছে না কিছুই। কোথাও আক্রান্ত বিজেপি। কোথাও প্রাণ হারাচ্ছেন তৃণমূল কর্মী। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে গত ৩ মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, "নির্বাচনের ফল ঘোষণার পর থেকই সারা রাজ্য সন্ত্রাস চলছে। বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে। তাঁদের বাড়ি, ঘর, দোকান পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ করেন। সন্ত্রাস রুখতে রাজ্যপাল যাতে সরকারকে নির্দেশ দেন তাঁরা রাজভবনে গিয়ে সেই আবেদন করেন।
এদিকে রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। মামলার শুনানিতে বলা হয়, আগামী সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট জমা দিতে হবে হলফনামা আকারে। সেখানে বলবেন, রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে রিপোর্ট তলব করা হয়েছিল তাও জমা দেওয়া হয়েছে।