Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর
Suvendu On Diamond Harbour Poll Cancel: ডায়মন্ডহারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর, কী কারণ বললেন বিরোধী দলনেতা ?
![Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর Lok Sabha Election 2024 BJP Leader Suvendu Adhikari clams for Vote cancelation on Diamond Harbour Lok Sabha Constituency Bangla News Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/01/dc153c37dffbc616cc4a51c9ce96f4451717249880516484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour Lok Sabha Constituency) ভোট বাতিলের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, 'হরিয়ানা, বিহারে দেখতাম, শুনতাম। তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে। যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। এবং শেষপর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোট দান থেকে বঞ্চিত হয়েছেন। যার বেশিরভাগ অংশটাই, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে।'
আজ ছিল অন্তিম দফার ভোট। হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল ডায়মন্ড হারবার। ভোট ঘোষণার পর থেকেই কারা হবেন এই কেন্দ্রের প্রার্থী, তা নিয়ে চরম গুঞ্জন চলে। অবশেষে আজ এল সেই নির্বাচনের দিন। তবে এদিন সকাল থেকেই একের পর এক অভিযোগ আসতে শুরু করে এই লোকসভা কেন্দ্রে। এদিন ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে ফলতার দিঘির পাড় বাজারে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। একশো দিনের কাজের টাকা কোথায়, এই প্রশ্ন তুল তাঁরা বিক্ষোভ দেখান। ডায়মন্ড হারবারের জালগাছি আর পূর্ব গোপালপুরে বুথের মধ্যে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা আছে, অভিযোগ করেন ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাস।
অপরদিকে, ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা চলছে। চটি পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ, এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাঝরাতে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য়।
আরও পড়ুন, এজেন্ট বসাতে গিয়ে চরম অপমান, বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সুজন..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)