Lok Sabha Election 2024: লাগাতার ৮ বার! EVM-এর বোতামে BJP প্রার্থীকে ভোট! গ্রেফতার তরুণ
Viral Video: অখিলেশ যাদব খোদ ওই ভিডিও X-হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্য আর্জি জানান। কংগ্রেসের তরফেও X হ্যান্ডেলে পোস্ট করা হয়।
কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) রয়েছে। সেখানে দেখা গিয়েছে এক তরুণ ইভিএম-এ বিজেপির প্রার্থীকে একের পর এক ভোট দিয়ে যাচ্ছে। ওই ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh Election)। রবিবার ওই তরুণকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। সূত্রের খবর, ওই অভিযুক্ত তরুণের নাম রাজন সিংহ। এই ভিডিওটি ভাইরাল হতেই তা নিয়ে প্রতিবাদ করেন বিরোধী দলের একাধিক নেতারা। কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টির একাধিক নেতা তাদের X হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। অখিলেশ যাদব খোদ ওই ভিডিও X-হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্য আর্জি জানান। কংগ্রেসের X হ্যান্ডেল থেকেও এই ভিডিও পোস্ট করে পদক্ষেপের দাবি জানানো হয়েছিল।
अगर चुनाव आयोग को लगे कि ये गलत हुआ है तो वो कुछ कार्रवाई ज़रूर करे, नहीं तो…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 19, 2024
भाजपा की बूथ कमेटी, दरअसल लूट कमेटी है। #नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/8gwJ4wHAdw
अपनी हार सामने देख कर भाजपा जनादेश को झुठलाने के लिए सरकारी तंत्र पर दबाव बना कर लोकतंत्र को लूटना चाहती है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 19, 2024
कांग्रेस चुनावी ड्यूटी कर रहे सभी अधिकारियों से यह अपेक्षा करती है कि वो सत्ता के दबाव के सामने अपनी संवैधानिक ज़िम्मेदारी न भूलें।
वरना INDIA की सरकार बनते ही ऐसी… https://t.co/fk4wXL8QZy
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণ পরপর ইভিএম-এ বিজেপি প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতাম টিপে যাচ্ছেন। ভিডিওতে অন্তত ৮ বার তাঁকে এমন করতে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই বিজেপি প্রার্থীর নাম মুকেশ রাজপুত। উত্তরপ্রদেশের ফারুখাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম মুকেশ রাজপুত। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে ARO প্রতীত ত্রিপাঠির অভিযোগের ভিত্তিতে নয়া গাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গোটা ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনও। এই ঘটনায় যে FIR দায়ের করা হয়েছে তা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (Uttar Pradesh CEO)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BSF-এ চাকরির সুযোগ! ঢালাও নিয়োগ! কত বেতন?