Loksabha Election 2024: মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারে চলছে শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি
Coochbehar: প্রথম দফায় তিন এই জেলাতেই সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
অরিত্রিক ভট্টাচার্য, কোচবিহার: আগামীকাল থেকে রাজ্যে লোকসভা ভোট (Loksabha Election 2024) শুরু হচ্ছে। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ। কোচবিহারে একটিমাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি: প্রথম দফায় তিন এই জেলাতেই সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই দিনহাটা ও নাটাবাড়ি--কোচবিহার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের DCRC কোচবিহার পলিটেকনিক কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। অমিত শাহ-র ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক লড়ছেন তাঁর পুরনো কেন্দ্রে। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী।
কোচবিহারের মতো জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও একটি আসনে ভোট হচ্ছে। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জ, মালবাজার ও নাগরাকাটা--এই ৭টি বিধানসভা কেন্দ্রের DCRC উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস--জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ও মালবাজার পরিমল মিত্র কলেজ। ভোটের নিরাপত্তায় আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ার, মাদারিহাট, কালচিনি, ফালাকাটা ও কুমারগ্রাম-- ৫টি বিধানসভা কেন্দ্রের জন্য ৫টি আলাদা রঙের DCRC করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জেলা প্রশাসন এবার পরিবেশ-বান্ধব ভোট করানোর উদ্যোগ নিয়েছে। DCRC-তে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে কাপড়, চট বা কাগজের জিনিসপত্র।
জলপাইগুড়িতেও ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী আগের বারের সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের টিকিটে লড়ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএমের নতুন মুখ দেবরাজ বর্মন। একইভাবে আলিপুরদুয়ারেও লড়াই ত্রিমুখী। বিজেপির প্রার্থী মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তৃণমূলের টিকিটে লড়ছেন জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক। RSP-র প্রার্থী মিলি ওঁরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Murshidabad News: চলছে নাকা তল্লাশি, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আজও থমথমে মুর্শিদাবাদ