![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lok Sabha Election 2024: সাতসকালে সবজি বাজারে ঘুরে রবিবাসরীয় প্রচার সুভাষের, আশ্বাস পান চাষিদের
Bankura Lok Sabha Constituency: দিনকয়েক আগে ভোট-প্রচারে বেরিয়ে সাঁতার শেখার পরামর্শ দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
![Lok Sabha Election 2024: সাতসকালে সবজি বাজারে ঘুরে রবিবাসরীয় প্রচার সুভাষের, আশ্বাস পান চাষিদের Subhas Sarkar hold campaign at bankura municipality area vegetables market lok sabha election 2024 Lok Sabha Election 2024: সাতসকালে সবজি বাজারে ঘুরে রবিবাসরীয় প্রচার সুভাষের, আশ্বাস পান চাষিদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/26da446f0b51c366a0fb4c204b5379d41715498697146170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : কখনও নিজের জুতো পালিশ করে, কখনও পুকুরে সাঁতার কেটে। ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগের লক্ষ্যে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এবার ঘুরলেন সবজি বাজারে। এদিন সাত সকালেই সবজি বাজারে ঘুরে নিজের রবিবাসরীয় ভোট প্রচার সারেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাতসকালে বাঁকুড়ার পুরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার। কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পান চাষিদের সঙ্গেও।
বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় পান চাষ হয়। পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ ৷ অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদিত পানের বিপণন সংক্রান্ত ব্যাপক সমস্যা রয়েছে। সুভাষ সরকার এদিন পান চাষিদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপণন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেন। পরে সুভাষ সরকার বলেন, "সাংসদ উন্নয়ন তহবিল থেকে পান বিপণনের জন্য তালডাংরা এলাকায় একটি শেড তৈরির উদ্দেশ্যে ১০ লক্ষ টাকা দেওয়া হলেও, রাজ্যের শাসক দল ও প্রশাসনের অসহযোগিতায় তা বাস্তবের মুখ দেখেনি।"
তিনি পুনরায় নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে ওই শেড নির্মাণ। এমনই আশ্বাস দেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী।
দিনকয়েক আগে ভোট-প্রচারে বেরিয়ে সাঁতার শেখার পরামর্শ দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। লোকপুরে বাড়ির পাশে পুকুরে নেমে পড়েন সাঁতার কাটতে। যে কোনও বিপদ থেকে রক্ষা পেতে বা অন্যকে বাঁচাতে সাঁতার শেখা জরুরি বলে পরামর্শ দেন পেশায় চিকিৎসক বিজেপি প্রার্থী।
এর আগে হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের মধ্যেই নিজের জুতো পালিশ করেন সুভাষ সরকার। পয়লা বৈশাখের দিন বাঁকুড়া শহরের মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত দলিতদের নিয়ে রোড শো করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বি আর আম্বেদকরের জন্মদিনকে স্মরণ করে নিজের জুতো পালিশ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রচারের আলো কাড়তে নাটক করছেন বলে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
দিনকয়েক আগে তীব্র গরমের আবহে জলসত্রের উদ্বোধন করে পথচলতি মানুষের হাতে ভেজা ছোলা আর জলের গ্লাস তুলে দিয়েছিলেন সুভাষ সরকার। পেশায় চিকিৎসক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাই সাধারণ মানুষকে গরমের হাত থেকে বাঁচতে বেশি করে জল খাওয়ার পরামর্শও দেন তিনি। যা নিয়ে কটাক্ষ করে শাসকদল। কিছুদিন আগে একই রকম শিবির করেছিলাম বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ চত্বরে। আমাকে অনুকরণ করছেন বিজেপি প্রার্থী, কটাক্ষ করেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)