WB Election 2021 Live updates: ছত্রধর মাহাতোর ২ দিনের এনআইএ হেফাজত
West Bengal Assembly Election 2021: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন। গতকাল প্রথম দফায় ঝাড়গ্রামের ৪, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪ ও পুরুলিয়ার ৯টি আসনে হল ভোটগ্রহণ। ৫ জেলার ৩০ আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দি হল।
LIVE
Background
কলকাতা: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন। গতকাল প্রথম দফায় ঝাড়গ্রামের ৪, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪ ও পুরুলিয়ার ৯টি আসনে হল ভোটগ্রহণ। ৫ জেলার ৩০ আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দি হল।
সব দলই নিজেদের সাফল্যের বিষয়ে আশাবাদী।তবে তাৎপর্যপূর্ণভাবে, বিগত লোকসভা, বিধানসভা কিংবা পঞ্চায়েত নির্বাচনে যে ছবি দেখা গেছে, তার সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ল এবারের বিধানসভা ভোটের প্রথম দফায়! জায়গায় জায়গায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল খোদ শাসক তৃণমূল! আর যে বিজেপি এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে ভোটে হিংসা-কারচুপির অভিযোগ করত, তারা এবারের প্রথম দফার ভোট দেখে বেজায় খুশি।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, আমি বিজেপির হয়ে এ রাজ্যে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট করিয়েছি, কিন্তু এরকম শান্তিপূর্ণ ভোট দেখিনি। ৯০ শতাংশ বুথে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট করাতে পেরেছে।
অন্যদিকে, পিংলার জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কোনও কোনও জায়গায় বিজেপির হয়তো লোক একটু বেশি। সেটাকে কাজে লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষকে ভয় দেখাচ্ছে। যদিও এতে ভাবার কিছু নেই। ওরা নিজেরাও জানেন ওদের হার নিশ্চিত।”
প্রথম দফার ভোটের দিন অফুরন্ত চমক!...এতদিন বারবার মুখে খেলা হবে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়! আর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভায় কার্যত সেই খেলা দেখা গেল....মঞ্চে হুইলচেয়ারে তৃণমূল নেত্রী! ডেকে নিলেন সামনে বসে থাকা এক মহিলাকে। তারপর হুইলচেয়ারে বসে হাতে করেই ছুড়ে দিলেন সেই ফুটবল।তৃণমূল নেত্রী বললেন, ‘‘বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। দেখলেন তো যেটা বলি সেটাই করি। ওই এক পায়ে এমন শট দেব না, বিজেপি তোমাকে কান মুলে রাজনৈতিক ভাবে মাঠের বাইরে বের করে দেব।’’
পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,ওঁর দলের দর্মীরাও ময়দানে নেই। উনি উন্নয়নের কথা বলছেন না। ভাঙা পা দেখিয়ে ভোট চাইছেন। এর অর্থ উনি ভয় পেয়েছেন। হেরে গিয়েছেন।
তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যত বেশি ভোট পড়বে আমরা বলব ভোট ভাল হচ্ছে৷ যত বেশি ভোট পড়বে তা শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে৷ ইতিহাস বলছে ভোটদানের হার যে ভোটগুলিতে কমেছে, শাসকদলের ক্ষতি হয়েছে৷ আমরা ১০ বছর শাসন করেছি৷ ৪০–৫০ শতাংশ ভোট পড়লে আমরা ধরেই নিতাম হেরে গিয়েছি৷ কিন্তু ভোটদানের হার ৮০ শতাংশের দিকে যাচ্ছে মানে আমরা থাকছি৷’
বিজেপি-তৃণমূলের তাল ঠোকাঠুকির মধ্যেই বাম-কংগ্রেসের গলায় অভিযোগের সুর। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সন্ত্রাসের মুখে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
WB Election 2021 Live updates: ‘নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে’
নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। লক্ষ্য রাখব, নন্দীগ্রামে পাল্টা সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অডিও টেপ নিয়েও বাগযুদ্ধ অব্যাহত দুই তরফে।
WB Election 2021 Live updates: রাজনৈতিক পালাবদল হলেও রাজ্যে পরিবর্তন হয়নি, বললেন মিঠুন
রাজনৈতিক পালাবদল হলেও রাজ্যে পরিবর্তন হয়নি। ডেবরার জনসভায় বললেন মিঠুন চক্রবর্তী।
WB Election Live Updates: দোলের দিন প্রচার চন্দ্রিমার
দোল উৎসবে গান গেয়ে, নেচে দলীয় পতাকা ছাড়াই প্রচার সারলেন দমদম উত্তরের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন উত্তর দমদমের কল্যাণী রোডের মুখ থেকে এম বি রোড ধরে পূবপাড়া পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে প্রচার চালান তিনি।
WB Election 2021 Live Updates: ভোটের মুখে কেন গ্রেফতার ছত্রধর মাহাতো? রাজনৈতিক অভিসন্ধি দেখছেন কুণাল ঘোষ
এতদিন পর, ভোটের মুখে কেন গ্রেফতার ছত্রধর মাহাতো? নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
WB Election Live Updates: শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
হুগলির শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পতাকা ও ফেস্টুন লাগানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু।