Panchayat Election Results: গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি, লাঠিচার্জ পুলিশের
WB News LIVE Updates: রাজ্যের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন...
LIVE
Background
আর কিছুক্ষণের অপেক্ষা। কার দখলে গ্রাম-বাংলা? জানা যাবে জনাদেশ। রাজ্যজুড়ে ৩৩৯ কেন্দ্রে হবে ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তায় প্রতি কেন্দ্রে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পঞ্চায়েত ভোট গণনার আগের রাতে রণক্ষেত্র দিনহাটা। স্ট্রং রুম দখলের অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি নেতার গাড়িতে হামলা।
আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ। ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মীর।
বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস। ভোটের দিন বোল্ডার দিয়ে নৃশংসভাবে হামলা, কেতুগ্রামের ভোটারের মৃত্যু। (বাইট-যাকে ইচ্ছে তাকে ভোট দেবে বলেছিল বাবা। তৃণমূলের লোক ছিল)
তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ভোট-হিংসায় এবার সরব শুভাপ্রসন্ন। ভোটের অশান্তি নিয়ে বললেন, "দেশের কোথাও হয় না। এই সংস্কৃতির বদল দরকার।"
কেন্দ্রীয় বাহিনী থাকলে হিংসা কম হত, ভোটের পর এবার বোধোদয় সৌগতর! সবই লোকদেখানো, কটাক্ষ বিরোধীদের।