Baahubali: হাতে টাকা নেই, 'বাহুবলী' তৈরি করতে চড়া সুদে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন নির্মাতারা!
Unknown story about Baahubali: বাহুবলীর মতো বিগ বাজেট ছবি তৈরি করার মতো টাকা সেসময় ছিল না নির্মাতাদের। কয়েক বছর আগেও দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই বাড়ি বা জমি বন্ধক রেখে টাকা নিয়ে ছবি বানাতেন।
কলকাতা: একটা ছবির পিছনে অনেক সময় লুকিয়ে থাকে অনেক গল্প। বেশিরভাগ সময়েই তা সামনে আসে না। সাফল্যের আলোর ঝলকানিতে অনেক সময় ঢেকে যায় সেই ছবিকে দর্শকদের সামনে নিয়ে আসার লড়াইটা। গোটা বিশ্বে কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল দক্ষিণী ছবি 'বাহুবলী'। বক্সঅফিসে তৈরি করেছিল নতুন নতুন রেকর্ড। 'বাহুবলী-দ্য বিগিনিং' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। বক্সঅফিসে দাগ কাটার পরেই ছবির নির্মাতারা পরিকল্পনা শুরু করেন এই ছবির দ্বিতীয় ভাগের। কিন্তু প্রথম ছবিটি তৈরির পিছনে ঠিক কতটা লড়াই ছিল নির্মাতাদের, সেই কথা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন অভিনেতা রাণা ডগ্গুতী (Rana Daggubati)।
একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, বাহুবলীর মতো বিগ বাজেট ছবি তৈরি করার মতো টাকা সেসময় ছিল না নির্মাতাদের। কয়েক বছর আগেও দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই বাড়ি বা জমি বন্ধক রেখে টাকা নিয়ে ছবি বানাতেন। ছবি যদি লাভ করত, তবে সেই টাকা দিয়ে ধার শোধ করতেন। বাহুবলী তৈরির সময়েও নাকি এমনই অবস্থা ছিল নির্মাতাদের। তাঁরা ব্যাঙ্কের থেকে ২৪ শতাংশ সুদের হারে, ৫ বছরের জন্য ধার নিয়েছিলেন ১৮০ কোটি টাকা। সেই টাকা দিয়ে কেবল বাহুবলী ১ নয়, শ্যুটিং করা হয়েছিল 'বাহুবলী ২'-এর কিছুটা অংশও। রাণার কথায়, 'আমরা অনেকটা আগে এগিয়ে গিয়েছিলাম। যদি বাহুবলীর প্রথম ভাগ কাজ না করত, জানি না গোটা টিম, আমরা কী করতাম।'
'বাহুবলী'-ই ছিল প্রভাসের বলিউড সফরের চাবিকাঠি। এই ছবির হাত ধরেই প্রভাসের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পর্দার 'বাহুবলী'-র প্রথম ছবি ছিল ২০০২ সালে। 'ঈশ্বর' ছবির হাত ধরেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয়। এর পরের বছরেই, অর্থাৎ ২০০৩ সালে তিনি 'রাঘবেন্দ্র' ছবিতে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এস এস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এই ছবিতে এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর ২০১২ সালে 'রেবেল' ছবিতে অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক ছবিতে কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হল 'বাহুবলী' (বাহুবলী দ্য বিগিনিং)। সালটা ২০১৫ রাজা মৌলীর প্রযোজনায় এই ছবি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল গোটা দেশে। এই ছবিই প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় গোটা দেশে।
২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী ২)। এটিই প্রথম ছবি যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এই ছবির জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায়, বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?