Amitabh Bachchan Family Pic: দুই সন্তানের সঙ্গে কীভাবে দীপাবলি উদযাপন করলেন অমিতাভ-জয়া?
বলিউড মানেই যাঁর নাম বা যে পরিবারের নাম অবশ্যই আসে তা অবশ্যই বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan) তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কীভাবে দীপাবলি সেলিব্রেট করলেন?
![Amitabh Bachchan Family Pic: দুই সন্তানের সঙ্গে কীভাবে দীপাবলি উদযাপন করলেন অমিতাভ-জয়া? Diwali 2021 Pics: This Pic Of Amitabh Bachchan With Jaya Bachchan, Abhishek & Shweta Is All Things Love Amitabh Bachchan Family Pic: দুই সন্তানের সঙ্গে কীভাবে দীপাবলি উদযাপন করলেন অমিতাভ-জয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/05/db996cd57a24aa9eec3e228eabd34dca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দীপাবলির (Diwali 2021) আনন্দে মেতে সাধারণ মানুষের সঙ্গে বলিউডের তারকারাও। গতকালই গিয়েছে আলোর উৎসব। কিন্তু তার রেশ এখনও কাটেনি। টিনসেল টাউনের তারকারা নিজেরা নিজেদের মতো করে দীপাবলি উদযাপন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ছবিও পোস্ট করেছেন। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) থেকে শিল্পা শেট্টি (Shilpa Shetty), অজয় দেবগন (Ajay Devgn), রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং অন্যান্য বলিউড তারকারা দীপাবলি উদযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। বলিউড মানেই যাঁর নাম বা যে পরিবারের নাম অবশ্যই আসে তা অবশ্যই বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan) তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কীভাবে দীপাবলি সেলিব্রেট করলেন, সেই ছবি এবার পাওয়া গেল।
আরও পড়ুন - Watch Video: অ্যাওয়ার্ড নিতে গিয়ে সবার সামনে কর্ণ জোহরকে এড়িয়ে গেলেন কঙ্গনা রানাউত, ভাইরাল ভিডিও
সম্প্রতি অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বাবা-মায়ের সঙ্গে তাঁকে এবং অভিষেক বচ্চনকে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছে। আর শ্বেতা বচ্চন নন্দার সেই ছবি দেখে নেট নাগরিকরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
বচ্চন পরিবার সবসময়ই যেকোনও উৎসব নিজের মতো করে উদযাপন করে থাকে। ঘনিষ্ঠ মহল ছাড়া তাঁরা কোনও উৎসবেই যোগ দেন না। দীপাবলিতেও তেমনই। সম্প্রতি দুই সন্তানের সঙ্গে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করেছেন তাঁদের কন্যা শ্বেতা বচ্চন নন্দা। ছবিতে দেখা যাচ্ছে দীপাবলির দিন অভিষেক বচ্চনের কাঁধে মাথা দিয়ে রয়েছেন জয়া বচ্চন। আর অমিতাভ বচ্চনের কাঁধে মাথা দিয়ে রয়েছেন মেয়ে শ্বেতা। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। ছবি পরিচালক জোয়া আখতার এই ছবির কমেন্টে ভালোবাসার ইমোজি দিয়েছেন। এছাড়াও অন্যান্য তারকা থেকে অনুরাগীরা কমেন্টে ভালোবাসা জানিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)