Top Entertainment News Today: 'রাজকন্যা' এল শুভশ্রীর কোলে, বছরের সেরা ছবির তালিকায় 'জওয়ান'-'পাঠান', বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: মেয়ে এল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কোলে। IMDb প্রকাশিত ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) ও 'পাঠান' (Pathaan)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
IMDb প্রকাশ করল ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় ছবির তালিকা
আর ঠিক এক মাস বাকি। তারপরেই ২০২৩ শেষ, নতুন বছর হবে শুরু। সময় এসে গিয়েছে একবার পিছন ফিরে দেখার, এই বছর এক ঝলকে। বৃহস্পতিবার সবচেয়ে জনপ্রিয় সিনেমা (most popular movies) (প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ও স্ট্রিমিং হওয়া) এবং সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের (most popular web series) নাম তালিকা প্রকাশ করল আইএমডিবি (IMDb)। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ভারতীয় ছবির তালিকায় রাজত্ব করেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। এই বছরে মুক্তি পাওয়া তাঁর দুটো ছবি স্থান পেয়েছে তালিকায়। কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়? IMDb প্রকাশিত এই বছরের জনপ্রিয় ছবির তালিকায় শীর্ষে রয়েছে শাহরুখ খানের 'জওয়ান' (Jawan)। দ্বিতীয় স্থানে রয়েছে এই বছরে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি 'পাঠান' (Pathaan)। এরপর তৃতীয় স্থানেই রয়েছে কিং খানের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ জোহর পরিচালিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবির হাত ধরে ৭ বছর পর পরিচালনায় ফেরেন তিনি।
কোলে এল দ্বিতীয় সন্তান, মেয়ের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টলিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কোলে এল ফুটফুটে কন্যা সন্তান (girl child)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ দিলেন খবর। জুন মাসের ২৭ তারিখ দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন টলিউডের তারকা দম্পতি। পোস্টেই লেখা হয় পদোন্নতি হল খুদে ইউভানের (Yuvaan)। বড় দাদার ভূমিকা পালন করতে হবে এবার তাকে। এরপর আজ মিলল সুখবর। ৩০ নভেম্বর সকালে, একটি পোস্ট করেন রাজ ও শুভশ্রী দুজনেই। পোশাক ও মুখে আনন্দ দেখে বোঝাই যাচ্ছিল তাঁরা বাড়ির নতুন সদস্যকে আনতে যাচ্ছেন। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে সুখবর দিলেন তারকা পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লেখেন, 'আমাদের বাড়িতে আশীর্বাদ স্বরূপ এসেছে মিষ্টি ভালবাসা। আমরা প্রচণ্ড আনন্দিত। আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য শুধুমাত্র ভালবাসা ও আশীর্বাদ চাই।'
'তুমি যে আমার মা' ধারাবাহিকে স্যুইটি দেশপাণ্ডের আগমন, কে সে?
এ যেন ঠিক, 'উল্টে দেখো পাল্টে গেছি'। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা'-এ ('Tumii Je Amar Maa') নতুন চরিত্রের আগমন? তিনি কে? অনি না কি স্যুইটি? চিনতে পারা যাচ্ছে কি? ছদ্মবেশে 'লাভবার্ড', নাম স্যুইটি দেশপাণ্ডে। নিজের জীবনে ফের আরোহীকে ফিরিয়ে আনতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে অনি। কোনও উপায় না পেয়ে এবার নিজের অন্দরের 'ড্রামা ক্যুইন'কে জাগিয়ে তুলেছে সে। অনি এখন তাই সুন্দরী স্যুইটি দেশপাণ্ডে। কেন? ঠিকই ধরেছেন। আরোহীর নতুন হোম ডেলিভারি ভেঞ্চার, 'আরোহীর হেঁশেল'-এ, তার সহকর্মী হয়ে তাকে সাহায্য করতে হাজির স্যুইটি।
আরও পড়ুন: Virat Kohli: লন্ডনে মেয়ের সঙ্গে খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন 'বিরুষ্কা', ভাইরাল ভিডিও
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খুললেন পরম-পত্নী পিয়া
সোমবার, ২৭ নভেম্বর, টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পিয়া চক্রবর্তী। তবে তার পরেরদিনই ছুটতে হয় হাসপাতালে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মেলে, মঙ্গলবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় পরম-ঘরণীর। দিন কয়েক আগেই কিডনিতে পাথর ধরা পড়ে তাঁর। যন্ত্রণা কষ্টের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টেটাসও দিয়েছিলেন তিনি। বিয়ের রাতেই সেই কষ্ট বাড়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। এরপর বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দিনের ছবি 'প্রোফাইল পিকচার' করেন। তার কয়েক ঘণ্টা পরে পোস্টেই জানান যে বাড়ি ফিরে এসেছেন তিনি। একটি টেবিলে ফুলদানি, তাতে সাদা ফুল রাখা, পাশে টেবিল ল্যাম্প। সামনে একটি 'গেট ওয়েল সুন' কার্ড। ক্যাপশনে পিয়া লেখেন, 'হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি এবং পরিবারের সঙ্গে খুব ভাল খানিকটা সময় কাটানোর অপেক্ষায় রয়েছি। অত্যন্ত কৃতজ্ঞ যে ভালবাসা ও উষ্ণতা পেয়েছি সকলের থেকে।' সবশেষে ফরাসি ভাষায় লেখেন 'অনেক অনেক ধন্যবাদ'। দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন রত্নাবলী রায়, অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।