'JugJugg Jeeyo' Box Office Collection: প্রথম দিনে কত টাকার ব্যবসা করল বরুণ-কিয়ারার 'যুগ যুগ জিও'?
'JugJugg Jeeyo' Day 1 Collection: দুর্দান্ত স্টারকাস্ট সমেত গত ২৪ জুন মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও'। বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, অনিল কপূর অভিনীত ছবিটি প্রথম দিনেই ৯.২৮ কোটি টাকার ব্যবসা করল।
নয়াদিল্লি: মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও' (Jug Jugg Jeeyo)। প্রচারে বলা হয়েছিল এই বছরের সবচেয়ে বড় 'ফ্যামিলি এন্টারটেনার' (family entertainer) হতে চলেছে এই ছবি। সেই তকমা কি পেল কিয়ারা-বরুণের (Varun Dhawan and Kiara Advani) নতুন ছবি। কেমন ব্যবসা করল প্রথম দিনে?
প্রথম দিনে বক্স অফিস কালেকশন
দুর্দান্ত স্টারকাস্ট সমেত গত ২৪ জুন মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও'। বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, অনিল কপূর অভিনীত ছবিটি প্রথম দিনেই ৯.২৮ কোটি টাকার ব্যবসা করল। শোনা যাচ্ছে, দর্শকেরা বেশ পছন্দ করছেন এই ছবি। কুকু ও নয়নার চরিত্রে বরুণ ও কিয়ারা বেশ মন কেড়েছেন সকলের। বর্তমান সমাজে বিবাহিত জীবনের পরিস্থিতি বেশ ভালই তুলে ধরা হয়েছে গল্পে, মত দর্শকের।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ছবির প্রথম দিনের ব্যবসার অঙ্ক জানান। তিনি লেখেন, 'আশানুরূপ ভাবেই শুরু করল 'যুগ যুগ জিও'। বিকেলের দিকে গতি বাড়িয়ে শুক্রবার ৯.২৮ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে বাড়ার সম্ভাবনা।'
View this post on Instagram
প্রসঙ্গত গত ২১ জুন, ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন মায়ানগরীর এই তারকা জুটি, কিয়ারা-বরুণ। তিলোত্তমার ছোট্ট সফর করে পাঁচতারা রেস্তোয়াঁয় এসে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। ভিক্টোরিয়া ভ্রমণ, হলুদ ট্যাক্সি, মিষ্টি দই আর বিরিয়ানী, বরুণ ধবন আর কিয়ারা আডবাণীর কলকাতা সফরকে যেন ঘিরে রইল বাঙালিয়ানা।