(Source: ECI/ABP News/ABP Majha)
Poila Baisakh Exclusive: ইচ্ছে করে গড়িয়াহাটে দরদাম করে নববর্ষের কেনাকাটা করি, পারি না: স্বস্তিকা
Swastika Dutta Exclusive: '১৪৩০... বয়স বেড়ে যাচ্ছে কেমন করে যেন... সবার নতুন বছর ভীষণ ভাল কাটুক, সুস্থ, সুন্দর কাটুক। এটুকুই প্রার্থনা।'
কলকাতা: নববর্ষ মানেই পড়াশোনায় ছুটি, বাবা, মা, দাদু, ঠাকুমার সঙ্গে খাওয়া দাওয়া... আর সেই শিক্ষাটা, বছরের প্রথমদিন যা করবে, সারা বছরটা তাই হবে। সেই বিশ্বাসেই বছরের প্রথম দিনটাও কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। ছোটবেলার মতোই নতুন জামা পরা হয়, পুজো হয়.. তবে হয় না সেই মায়ের সঙ্গে নিউ মার্কেট বা গড়িয়াহাটে গিয়ে দরদাম করে কেনাকাটা করাটা। ছোটবেলা থেকে বড়বেলা, এবিপি লাইভের সঙ্গে নববর্ষের স্মৃতি হাতড়ালেন জি বাংলার 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকের ঝিলমিল ওরফে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
ছোটবেলার নববর্ষের সঙ্গে নতুন কথাটা যেন জড়িয়ে ছিল অঙ্গাঙ্গিভাবে। স্বস্তিকা বলছেন, 'আমি কিছুটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকেই দেখে এসেছি, নববর্ষ মানে বাড়িতে পাপোষ থেকে শুরু করে বিছানার চাদর, ঠাকুরের পোশাক... সমস্ত নতুন। সেই দিনটা ছুটি থাকত। স্কুল, কলেজ, পড়াশোনা থাকত না। দুপুরবেলা অনেক রকম লোভনীয় রান্না করতেন আম্মা আর মা। পরিবারের সঙ্গেই বছরের শুরুটা কাটত। এখন অবশ্য ছবিটা অনেকটা বদলেছে। যেমন ছোটবেলার নববর্ষে অনেক জামা পেতাম। আম্মা, দাদা (দাদু) সব্বাই ছিলেন, এখন সেটা কেবল বাবা মা-তে এসে ঠেকেছে। আমার অবশ্য উদ্যোগ করে ওঁদের কখনও কিছু দেওয়া হয়ে ওঠে না। নববর্ষের দিনটা আমার সাধারণত শ্যুটিং থাকে বা অন্যান্য অনুষ্ঠান। তবে ছুটি পেলে এখনও নববর্ষের দিনটায় আমার প্রথম পছন্দ পরিবার সঙ্গেই সময় কাটানো। আর হ্যাঁ, এখনও একটা জিনিস আমি মেনে চলি। নববর্ষে আমার বাড়ির ঠাকুরকে নতুন পোশাক পরাই.. এটা বদলায় না কখনও।'
এই বছর নববর্ষ শান্তিনিকেতনে, কাজের মধ্যেই কাটবে স্বস্তিকার। তার মানে ছুটি নেই? হেসে ফেলে নায়িকা বললেন, 'আমি একটু ওল্ড স্কুল। এখনও ওই কথাটায় বিশ্বাস করি যে বছরের প্রথমে যেটা করবে, সারা বছর সেটা করবে। এই বছর শান্তিনিকেতনে একটা অনুষ্ঠান আছে। সেখানে থাকব। সময়ের সঙ্গে সঙ্গে নববর্ষ বদলেছে, বাস্তবকে চিনতে শিখেছি বয়সের সঙ্গে সঙ্গে। তবে নববর্ষ মানে নতুনের ছোঁয়া.. এই অনুভূতিটা এখনও বদলায়নি। প্রত্যেক বাঙালি বাড়ির মতো আমার বাড়িতেও এটাই পালন করা হয়। ভাল লাগে বেশ। '
বয়সের সঙ্গে সঙ্গে কী জীবন থেকে কিছু হারাচ্ছে স্বস্তিকার? একটু ভেবে স্বস্তিকা বললেন.. 'হ্যাঁ.. একটা জিনিস বড্ড মিস করি। এখন আর গড়িয়াহাট বা নিউ মার্কেটের চৈত্র সেলে মাক্স ছাড়া যাওয়া যায় না। যখন গাড়িতে করে যাই, দেখি মানুষের ঢল.. সব্বাই কেনাকাটি করছেন। গড়িয়াহাট আমার কলেজ পাড়া, আম্মার অফিস পাড়া নিউ মার্কেট। তাই ওখানে অনেক স্মৃতি রয়েছে আমার। মনে হয়, যদি এখন আবার মা আর আম্মার সঙ্গে গিয়ে দরদাম করে গড়িয়াহাট বা নিউ মার্কেট থেকে নববর্ষের জন্য একটু কেনাকাটা করতে পারতাম...'
একটু থামলেন স্বস্তিকা.. স্মৃতিতে ডুব দিয়ে সামলালেন বোধহয়। তারপর বললেন, '১৪৩০... বয়স বেড়ে যাচ্ছে কেমন করে যেন... সবার নতুন বছর ভীষণ ভাল কাটুক, সুস্থ, সুন্দর কাটুক। এটুকুই প্রার্থনা।'
Poila Baisakh Special: নববর্ষে রান্না থেকে মায়ের ছুটি, 'মিঠাই'-এর সেটে ১৮টা লুচি খেয়েছিলেন সৌমিতৃষা!