Chhichhore's National Award: জাতীয় পুরস্কার পেয়েছে 'ছিছোড়ে', আবেগঘন বার্তা সুশান্ত সিংহ রাজপুতের দিদির
সেরা হিন্দি ফিচার ফিল্মের বিভাগে 'ছিছোড়ে' ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি।
মুম্বই : সদ্যই অনুষ্ঠিত হয়েছে ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। আর সেখানে বেস্ট হিন্দি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) ছবি 'ছিছোড়ে' (Chhichhore)। 'কাই পো চে' অভিনেতা সুশান্তের মৃত্যু হয়েছে অকালেই। আর চলতি বছর জাতীয় পুরস্কার পেল তাঁর অভিনীত ছবি। ফলে স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তির। ভারাক্রান্ত মনে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - Siddhant Chaturvedi Update: অভিনেতা হিসেবে নিজেকে কোন জায়গায় রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী?
আরও পড়ুন - Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও
সেরা হিন্দি ফিচার ফিল্মের বিভাগে 'ছিছোড়ে' ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি। এদিন নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, 'এই গর্বের মুহূর্ত ভাই আমাদের সকলের সঙ্গেই উপভোগ করছে। ও আমাদের এখানেই উপস্থিত রয়েছে। ধন্যবাদ। ভাইয়ের অভিনয় করা ছবি জাতীয় পুরস্কার পাচ্ছে। আর তা দেখে গর্বে আমার বুক আরও ভরে উঠছে। ধন্যবাদ এবং অভিনন্দন ছিছোড়ে ছবির পুরো টিমকে।' এমন একটি হৃদয় বিদারক লেখার সঙ্গে 'ছিছোড়ে' ছবির টিমের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের একটি পুরনো ছবি পোস্ট করেছেন শ্বেতা সিংহ কীর্তি। 'ছিছোড়ে' টিমের পক্ষ থেকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক নিতেশ তিওয়ারি এদিন পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার নেওয়ার সময় তাঁরা প্রত্যেকেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে স্মরণ করছিলেন। তাঁরা বলেন, 'এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুশান্ত। ও আমাদের প্রত্যেককে গর্বিত করেছে। আমরা এই পুরস্কারটা ওকেই উত্সর্গ করছি।'
প্রসঙ্গত, গতবছর ১৪ জুন প্রয়াত হন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তাঁর বান্দ্রার বাড়িতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।