Tnusree Chakraborty Marriage: সবার অলক্ষ্যে প্রেম, লাস ভেগাসে বিয়ের প্রস্তাব! নতুন জীবন শুরু করলেন তনুশ্রী চক্রবর্তী
Tnusree Chakraborty News: গতকালই শুরু করেছেন নতুন জীবন, এখনও যেন স্বপ্নের ঘোরে রয়েছেন তনুশ্রী। আগে থেকেই কি বিদেশে বিয়ের পরিকল্পনা করেছিলেন তিনি?

কলকাতা: লাস ভেগাসে স্বপ্নের বিয়ে.. কলকাতা থেকে অনেক দূরে, অনুরাগীদের চমকে দিয়ে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। পাত্র অবশ্য রুপোলি পর্দার মানুষ নন। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসু। গোটা পরিকল্পনাটা হয়েছে এতটাই আচমকা যে, নিজেও যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন অভিনেত্রী। শুক্রবার সকালে, হঠাৎই প্রকাশ্যে আসে সুখবরটা।
গতকালই শুরু করেছেন নতুন জীবন, এখনও যেন স্বপ্নের ঘোরে রয়েছেন তনুশ্রী। আগে থেকেই কি বিদেশে বিয়ের পরিকল্পনা করেছিলেন তিনি? অভিনেত্রী গলায় উচ্ছ্বাস মাখিয়ে বললেন.. 'একেবারেই না। আমি তো জানতাম ও না! আমার সঙ্গে সুজিতের আলাপ এক বন্ধুর মারফত। মাত্র ৫ মাসের আলাপেই ভাল লেগে যায় একে অপরকে। বুঝতে পারি, একে অপরের ওপর নির্ভর করছি, ভালবাসছি। তবে বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। আমি সুজিতের সঙ্গে লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলাম। ওই আমায় বিয়ের প্রস্তাব দেয়, রাজি না হওয়ার কোনও কারণ তো ছিল না। তবে গোটা বিষয়টা একটাই আচমকা হয়েছে যে কোনও তোড়জোড়ের সময় পাইনি। আমার পরিবার ও উপস্থিত থাকতে পারেননি। প্রেমপর্বের প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বিয়ে করব। তবে দেশে ফিরে বিয়ে করারই প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ যে এই আয়োজন হবে, বিয়ে করে নেব... এটা এখনও ভাবতেই পারছি না। ভীষণ ভালভাবে, খুব কম মানুষজন নিয়ে, কিন্তু ভীষণ ভালবাসায় বিয়ে করেছি।'
আগামী দিনে দেশে ফিরে কোনও আয়োজনের পরিকল্পনা রয়েছে তনুশ্রীর? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'এই তো কাল বিয়ে হল। এখনও লাস ভেগাসেই রয়েছি। সত্যিই কোনও পরিকল্পনা করতে পারিনি এখনও।' প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে তনুশ্রীর নতুন সিনেমা, 'ডিপ ফ্রিজ'। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবিতে তনুশ্রীর অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে। তবে ইদানিং ধরাছোঁয়ার বাইরেই থাকছিলেন নায়িকা। সাক্ষাৎকার সারছিলেন ফোনে বা ভিডিও কলে। 'ডিপ ফ্রিজ'-এর প্রচারের সময় ও দেখা যায়নি নায়িকাকে। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি সংক্রান্ত সমস্ত পোস্ট শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।
এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি বা খবর শেয়ার করে নেননি অভিনেত্রী। তবে নায়িকা যে নতুন জীবন শুরু করেছেন, সেই খবর ছড়িয়ে পড়তেই তিনি শুভেচ্ছাবার্তায় ভাসছেন। আগামীদিনে দেশ আর বিদেশ মিলিয়ে থাকারই পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।






















