Tollywood News: বন্ধ প্রতীক-সোনামণির ছবির শ্যুটিং, প্রশ্নের মুখে পরমব্রত, সৃজিত, রাহুলের ছবির ভবিষ্যৎও!
Pratik Sonamoni Shooting: এই প্রত্যেকটি ছবির দায়িত্বে ছিলেন প্রযোজক রানা সরকার। কিন্তু কলকাতায় শ্যুটিং করার পরিস্থিতি নেই এই কথা জানিয়ে তিনি আপাতত বন্ধ করেছেন 'বেহায়া'-র শ্যুটিং।
কলকাতা: ২৬ তারিখ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত বন্ধ প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার (Sonamoni Saha) নতুন ছবি বেহায়া (Behaya)। প্রশ্নের মুখে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে (Loho Gauranger Nam Re), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chateerjee) পরিচালিত 'বারুদ ও আদালত' এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) পরিচালিত 'কলকাতা ৯৬' -এর ভবিষ্যতও।
এই প্রত্যেকটি ছবির দায়িত্বে ছিলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। কিন্তু কলকাতায় শ্যুটিং করার পরিস্থিতি নেই এই কথা জানিয়ে তিনি আপাতত বন্ধ করেছেন 'বেহায়া'-র শ্যুটিং। কারণ জানতে এবিপি লাইভ যোগাযোগ করেছিল রানা সরকারের সঙ্গে।
প্রযোজকের কথায়, 'আমার কাছে হুমকি আসছে, আমি নাকি অনেককে প্রাপ্য টাকা দিইনি। হুমকি ফোন, অকথ্য ভাষা প্রয়োগ পর্যন্ত করা হচ্ছে। তবে এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই। সম্পূর্ণ ব্যবসায়ীক স্বার্থে ইন্ডাস্ট্রির একদল মানুষ আমার কাজের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের ভয়, আমি ছবি বানালে তা ভালো হবে আর তাদের ব্যবসার ক্ষতি করবে। আমার সঙ্গে যে সমস্ত টেকনিশিয়নরা কাজ করতে চান, তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি জিনিসপত্র ভেঙে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। অথচ আমার কাছে কেউ কোনও টানা পান না। যদি টাকা পাওয়ার দাবি করেন, তাহলে আইনের চোখে সেটা প্রমাণ করুন। এই পরিস্থিতির উন্নতি না হলে আমি আর কোনও সিনেমা প্রযোজনা করব না। আপাতত বেহায়ার শ্যুটিং বন্ধ হয়েছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে পরমব্রত, রাহুল, সৃজিতের ছবি নিয়েও অন্য পরিকল্পনা নিতে হবে। ইন্ডাস্ট্রি থেকে একজন প্রযোজক হাত তুলে নেওয়া মানে আখেরে দর্শক আর অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়নদেরই ক্ষতি। সেটা কেউ ভাবছে না। এই গুণ্ডাগিরি বন্ধ না হলে কাজ করব না। আমি আইনি ব্যবস্থাও নেব।'
আরও পড়ুন: Ranojoy Bishnu Exclusive: 'এমন চরিত্র চাই যার জন্য নিজের সঙ্গে নিজেকে লড়তে হবে'
প্রসঙ্গত, প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার (Sonamoni Saha) ছোটপর্দার জুটিকে প্রথমবার বড়পর্দায় আনছিলেন রানা। তাঁরা ছাড়াও এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল ছবির লুক। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন মৈনাক ভৌমিক (Mainak Bhowmick)। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেই শ্যুটিং আপাতত স্থগিত রেখেছেন রানা। তবে এবিপি লাইভকে রানা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলেই ফের কাজ শুরু করবেন তাঁরা।