Top Entertainment News Today: 'আদিপুরুষ' বিতর্কে সেন্সর বোর্ডের জবাব চাইল আদালত, পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জয়ার শ্যুটিং, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: বিতর্ক যেন থামছেই না 'আদিপুরুষ' নিয়ে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ছবির নির্মাতারা, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ছবির বিরুদ্ধে। এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) দায়ের করা এই জনস্বার্থ মামলায় এবার সেন্সর বোর্ডের থেকে জবাব চাইল আদালত। এই ছবি মুক্তির জন্য কার্যত দিন গুনছেন অনুরাগীরা। কিন্তু শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও সবাই উৎসাহী কিং খানের বড়পর্দায় প্রত্যাবর্তন নিয়ে। আর এবার বুর্জ খলিফাও সেজে উঠল বাদশাহের রঙে। বিশ্বের অন্যতম সুউচ্চ বিল্ডিংয়ে প্রদর্শিত হল 'পাঠান' (Pathaan)-এর ট্রেলার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
'আদিপুরুষ' বিতর্কে এবার সেন্সর বোর্ডের জবাব চাইল আদালত
বিতর্ক যেন থামছেই না 'আদিপুরুষ' নিয়ে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ছবির নির্মাতারা, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ছবির বিরুদ্ধে। এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) দায়ের করা এই জনস্বার্থ মামলায় এবার সেন্সর বোর্ডের থেকে জবাব চাইল আদালত। এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে। প্রভাস (Prabhash), কৃতি শ্যানন (Kriti Shanon), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই ছবি প্রথম থেকেই চর্চায়। এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা। আপাতত এই ছবি জুন মাসে মুক্তির কথা।
'বাদশাহি' উদযাপন
এই ছবি মুক্তির জন্য কার্যত দিন গুনছেন অনুরাগীরা। কিন্তু শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও সবাই উৎসাহী কিং খানের বড়পর্দায় প্রত্যাবর্তন নিয়ে। আর এবার বুর্জ খলিফাও সেজে উঠল বাদশাহের রঙে। বিশ্বের অন্যতম সুউচ্চ বিল্ডিংয়ে প্রদর্শিত হল 'পাঠান' (Pathaan)-এর ট্রেলার। গতকাল অর্থাৎ ১৪ জানুয়ারি রাতে বুর্জ খলিফায় ফুটে ওঠে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' এর ট্রেলার। আর সেখানে হাজির ছিল ছবির নায়ক খোদ। এর আগেও শাহরুখের জন্মদিনে সেজে উঠেছে বুর্জ খলিফা। আর এবার কিং খানের প্রত্যাবর্তনের উদযাপনেও সামিল হল বুর্জ খলিফা।
পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া
ফের মুম্বই পাড়ি আরেক বাঙালি অভিনেত্রীর! পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi)-র সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া আহসান (Jaya Ahashan)। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নতুন কাজ নিয়ে অকপট অভিনেত্রী। অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roychowdhury) পরিচালনায় এই প্রথম পঙ্কজের সঙ্গে জুটি বাঁধলেন জয়া। সূত্রের খবর, এই ছবির নাম 'কড়ক সিং'। এই ছবিতে জয়া ছাড়াও রয়েছেন সঞ্জনা সংঘী (Sanjana Sanghi)। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর শেষ ছবি 'দিল বেচারা' (Dil Bechara)-র নায়ক ছিলেন সঞ্জনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা শেয়ার করে নিয়েছিলেন কলকাতার টুকরো ছবি। এই ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।
আরও পড়ুন: Anirban Ishaa: মঞ্চে ৫০ হাজার মানুষের সামনে প্রেমের গান গাইবেন অনির্বাণ, ইশার জন্য?
স্বীকারোক্তি রাজামৌলির
২০০৮ সালে করা একটা মন্তব্য়, আর তার জন্যই ২০২৩-এ ক্ষমা চাইলেন পরিচালক এস এস রাজা মৌলি (S S Rajamouli)। 'আর আর আর' (RRR) -এর সাফল্যের পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হৃতিক রোশন (Hrittik Roshan)-এর সম্পর্কে করা মন্তব্যের জন্য় ক্ষমা চাইলেন পরিচালক। সদ্য এই ছবির গান 'নাটু নাটু' (Natu Natu) আন্তর্জাতিক সম্মান 'গোল্ডেন গ্লোব' নিয়ে এসেছে। আর এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে হৃতিকের সঙ্গে তেলুগু তারকা প্রভাসের সঙ্গে তুলনা টানার জন্য ক্ষমা চাইলেন তিনি। সেইসময় হৃতিক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শব্দচয়নে ভুল হয়েছিল বলে স্বীকার করেন তিনি। রাজা মৌলি বলছেন, '১৫ থেকে ১৬ বছর আগের কথা। আমার সেই সময় ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আমার শব্দচয়ন ঠিক হয়নি, স্বীকার করে নিচ্ছি। কিন্তু হৃতিককে ছোট করা বা হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। আমি অত্যন্ত সম্মান করি তাঁকে। যা হয়েছে সে সব অনেক আগেকার কথা।'
বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙবে 'পাঠান'?
দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। কার্যত মুখ থুবড়ে পড়ে। মাঝে দীর্ঘ বিরতি নেন কিং খান। স্বাভাবিকভাবেই এতদিন পর শাহরুখ খানের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। আর অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র ১০ দিন পর মুক্তি পাবে 'পাঠান' (Pathaan)। ছবিটিকে ঘিরে তাঁদের উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। তাছাড়াও দর্শকদের উত্তেজনা নজর করে বিশেষজ্ঞদের দাবি, শাহরুখ খানের কামব্যাক ছবি অন্যতম হিট ছবি হতে চলেছে। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 'পাঠান' মুক্তি পাওয়ার পর তা শাহরুখ খানের অন্যতম হিট ছবি হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জুড়ে মুক্তি পাবে এই ছবি। আর সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমেরিকা, আরব আমীরশাহি, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইতিমধ্যেই ব্যাপক মাত্রায় টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সেই তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলিতেও প্রচুর পরিমাণে ব্যবসা করবে এই ছবি।