(Source: ECI/ABP News/ABP Majha)
Year Ender 2022: আগামী বছর বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে যে স্টার কিডদের
Bollywood Updates: আগামী বছর কোন কোন স্টার কিডের আত্মপ্রকাশ হতে চলেছে বি টাউনে? দেখে নিন তালিকা।
মুম্বই: চলতি বছরটা (2022) প্রায় শেষ হতে চলল। রুপোলি পর্দার জগতে ঘটে গেল নানা ঘটনা। তার মধ্যে কিছু মধুর। কিছু দুঃখের। কিছু আবার তিক্ততার। কারও সম্পর্ক ভাঙল। কেউ আবার নতুন সম্পর্কে আবদ্ধ হলেন। বলিউডে দেখা পাওয়া গেল অনেক নতুন তারকার। আগামী বছর (2023) কোন কোন স্টার কিডের আত্মপ্রকাশ হতে চলেছে বি টাউনে? দেখে নিন তালিকা।
কোন স্টার কিডদের দেখা পাওয়া যেতে চলেছে আগামী বছর?
জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২২-এ আত্মপ্রকাশ হতে চলেছে একঝাঁক স্টার কিডের। জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিজ' দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। এই ছবি দিয়েই আত্মপ্রকাশ হবে বনি কপূরের ছোট মেয়ে খুশির। এছাড়াও এই ছবিতেই দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর। অর্থাৎ এক ছবিতেই তিন স্টার কিডের আত্মপ্রকাশ হবে। শাহরুখ পুত্র আরিয়ান খাবেরও বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে আগামী বছর। কিন্তু অভিনেতা হিসেবে নয়। বরং, তিনি ডেবিউ করছেন পরিচালক হিসেবে। সেফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খানেরও বলিউড ডেবিউ হবে আগামী বছর।
">
">
">
">
">
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: শাহিদ-পত্নী মীরার খাবার দেখেই খেতে চাইলেন আলিয়া!