এক্সপ্লোর
Advertisement
Live Updates: সাঁকরাইলে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল থেকে পুলিশকে বোমা, জখম হাওড়া সিটি পুলিসের ডিসি, ২ পুলিশকর্মী
LIVE
Background
খরগোনে লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। খরগোনে ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 6জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে খরগোনে লোকসভা আসনের ভোটাররা BJP -র Subhash Patel -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Ramesh Patel কে 257879 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
খরগোনে লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস 34175 ভোট পেয়েছিলেন।
- ২০০৪ লোকসভা নির্বাচন - ১৪ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি -র Krishna Murari Moghe ভারতের জাতীয় কংগ্রেস -র Tarachand Shivaji Patel -কে হারিয়ে ছিলেন।
- ১৯৯৯ লোকসভা নির্বাচন - ১৩ তম লোকসভা নির্বাচনে খরগোনে লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেসপ্রার্থী জয়ী হয়েছিলেন।
- ১৯৯৮ লোকসভা নির্বাচন- ১২ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী খরগোনে লোকসভা আসনে জয়ী হয়েছিলেন। Rameshwar Patidar 311394 এবং তাঁর Bondarsingh 290715 ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯৬ লোকসভা নির্বাচন- একাদশ লোকসভা নির্বাচনে খরগোনে লোকসভা আসন ভারতীয় জনতা পার্টি দখল করেছিল।, ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী Rameshwar Pattidhar 286549ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯১ লোকসভা নির্বাচন - দশম লোকসভা নির্বাচনে খরগোনে লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী Rameshwar Patidar 220679 পেয়েছিলেনেন।
- ১৯৮৯ লোকসভা নির্বাচন - নবম লোকসভা নির্বাচনে খরগোনে আসনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থীকে 40898 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন।
- ১৯৮৪ লোকসভা নির্বাচন - অষ্টম লোকসভা নির্বাচনে খরগোনে লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেস ने 40898 ভোটে জয়ী হয়েছিল।
- ১৯৮০ লোকসভা নির্বাচন - সপ্তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস খরগোনে আসনে 40898 ভোটে জয়ী হয়েছিল।
- ১৯৭৭ লোকসভা নির্বাচন - ষষ্ঠ লোকসভা নির্বাচনে খরগোনে আসনে BLD ने ভারতের জাতীয় কংগ্রেস -র Subhas Yadaw কে 40898 ভোটে হারিয়ে জয়ী হয়েছিল।
- ১৯৭১ লোকসভা নির্বাচন - পঞ্চম লোকসভা নির্বাচনে খরগোনে লোকসভা আসনে BJS -র Rameshwar Patidar 40898 ভোটে বিজয়ী হয়েছিলেন।
- ১৯৬৭ লোকসভা নির্বাচন - চতুর্থ লোকসভা নির্বাচনে খরগোনে আসনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী S.C.K. Bajpai BJS -র R.V. Bade -কে 9164 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
- ১৯৬২ লোকসভা নির্বাচন - তৃতীয় লোকসভা নির্বাচনে খরগোনেআসনে JS 35914 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল।
20:33 PM (IST) • 17 Dec 2019
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী মিছিল ঘিরে অশান্তি হাওড়ার সাঁকরাইলে। আজ সন্ধ্যায় নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হল। জখম হয়েছেন হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ অজিত সিংহ ও আরও ২ পুলিশকর্মী। গত বেশ কয়েকদিন ধরেই এই আইনের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছে। বাস পুড়েছে, ট্রেনে আগুন লাগানো হয়েছে। রাস্তায় টায়ার পুড়িয়ে অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা রেল অবরোধও করেছে। চরম ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা, অশান্তির তীব্র নিন্দা করে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ ভাবে এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের আবেদন করেছেন। আইন হাতে তুলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন। পাশাপাশি গতকালের পর আজও তিনি কলকাতার রাজপথে পদযাত্রা করেছেন এনআরসির বিরুদ্ধে। তাঁর নিশানায় ছিল বর্তমান কেন্দ্রীয় সরকার ও বিজেপি। শাসক দলের কাছ থেকে অর্থের বিনিময়ে কিছু লোকজন অশান্তি ছড়াচ্ছে বলে তাঁর অভিযোগ। পাল্টা জবাব দিয়ে তাঁকে কাঠগড়ায় তুলেছে বিজেপিও। তার মধ্যেই সাঁকরাইলে এবার পুলিশকে টার্গেট করা হল।
20:08 PM (IST) • 17 Dec 2019
19:29 PM (IST) • 17 Dec 2019
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ, বিক্ষোভ মোকাবিলায় দিল্লি পুলিশের আচরণের নিন্দা করলেন বিরোধী নেতারা। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর নেতৃত্বে তাঁরা সিএএ নিয়ে নিজেদের বক্তব্য জানানোর পাশাপাশি পড়ুয়াদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। পরে সাংবাদিকদের সনিয়া বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা যেভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদীদের মোকাবিলা করেছে, তাতে খুবই বিচলিত, ক্ষুব্ধ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জনগণের কন্ঠস্বর স্তব্ধ করে তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়, এমন আইন চালু করছে বলেও অভিযোগ করেন তিনি। সনিয়া বলেন, আমার মনে হয়, আপনারা সকলেই দেখেছেন, মানুষের কন্ঠস্বর দমন করে আইন প্রয়োগ করার ক্ষেত্রে মোদি সরকারের বিন্দুমাত্র সহানুভূতি, সমবেদনা নেই। জামিয়া মিলিয়ার মেয়েদের হস্টেলে চড়াও হয়ে পুলিশকর্মীরা ‘নৃশংস ভাবে’ তাদের মারধর করেছে বলেও অভিযোগ করেন সনিয়া।
আজই উত্তরপূর্ব দিল্লির সিলমপুরে প্রতিবাদী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, একাধিক বাইকে আগুন লাগায়, বাস ভাঙচুর করে, তাদের দিকে ইট-পাথর ছোড়ে। এই প্রেক্ষাপটেই বিরোধীরা রাষ্ট্রপতির দ্বারস্থ হন।
18:45 PM (IST) • 17 Dec 2019
নাগরিকত্ব (সংশোধনী) বিলটি সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় গৃহীত হয়ে তাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পর আইনে পরিণত হয়েছে। এই আইনে অত্যাচারিত হয়ে ২০১৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা এ দেশের নাগরিকত্ব পাবেন। তাঁদের বেআইনি অনুপ্রবেশকারী বলে ধরা হবে না। তবে বিরোধী দলগুলি, ছাত্রসমাজ ও সমাজকর্মীরা আইনে ধর্মের ভিত্তিতে বিভেদ করা হচ্ছে বলে অভিযোগ তুলে রাস্তায় নেমে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হয়েছে।
18:35 PM (IST) • 17 Dec 2019
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের নানা শহরে প্রবল প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ওই আইন প্রত্যাহার, বাতিলের কোনও সম্ভাবনাই নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিরোধীরা এই আইনের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করছে। কোনও সংখ্যালঘু গোষ্ঠীর একজনেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে জানিয়ে তিনি আজ দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ওই বিলে এর কোনও সংস্থানই নেই।
কংগ্রেসকে নিশানা করেও তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনটি (সিএএ) নেহরু-লিয়াকত চুক্তিরই অংশ ছিল। কংগ্রেসকে বলতে চাই, তা সত্ত্বেও এটি গত ৭০ বছরে প্রয়োগ করা হয়নি কেননা আপনারা ভোটব্যাঙ্ক তৈরি করতে চেয়েছিলেন। আমাদের সরকার সেই চুক্তি কার্যকর করে লক্ষ, কোটি মানুষকে নাগরিকত্ব দিয়েছে। পাশাপাশি শাহ জানিয়ে দেন, যে বাধাই আসুক, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম উদ্বাস্তুরা যাতে ভারতের নাগরিকত্ব পেয়ে মর্যাদার সঙ্গে এ দেশে থাকতে পারেন, তা সুনিশ্চিত করবে মোদি সরকার।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement