India Corona Cases : আগের পরিসংখ্যান ছাপিয়ে ফের রেকর্ড সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় ২.৩৫ লাখ
মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের গতকালের বুলেটিন অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃতের সংখ্যা ছাপিয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে আজ দেশের ১১ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। বেলা সাড়ে ১১টায় সেই মিটিং শুরু হওয়ার কথা। চলতি সপ্তাহেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল- মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান-এই ১২টি রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।
করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্যে। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র।
নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় কেন্দ্রের কপালেও চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে বিশাল জমায়েতে রাশ টানতে চাইছে সরকার। আজ সকালেই প্রধানমন্ত্রী টুইটে প্রতীকী কুম্ভ মেলার আবেদন জানান।