Bangladesh News: ভারতের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরও এই সিদ্ধান্ত বাংলাদেশের ! 'দিল্লি থেকে...'
India Bangladesh Relations: বাংলাদেশে চরম ভারত বিদ্বেষের মধ্যেই এদিন ঢাকায় দু'দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়।
ঢাকা : ঢাকায় ভারত-বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর আশার আলো দেখছিল ওয়াকিবহাল মহল। কিন্তু, কোথায় কী ? পরিস্থিতির উন্নত হওয়ার আগেই জানা যাচ্ছে, বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূস।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মহম্মদ ইউনূস আহ্বান জানিয়ে বলেছেন, 'ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।'
বাংলাদেশে চরম ভারত বিদ্বেষের মধ্যেই এদিন ঢাকায় দু'দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। হাসিনা সরকারের পতনের পর এটাই ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের প্রথম বৈঠক। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, ভারত-বিদ্বেষের মধ্যেই আজ ঢাকায় বৈঠকে বসেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন। ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, "আজকের এই আলোচনা আমাদের উভয়ের মধ্যেই সম্পর্ক খতিয়ে দেখার সুযোগ করে দেয়। আজ যেভাবে উভয়পক্ষের মধ্যে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে আমি তার প্রশংসা করি। বৈঠকে আমি জোর দিয়ে বলেছি, ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সমঝোতার সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে চায়, সেকথাও জানিয়েছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক পরিকাঠামোয় হামলা দুঃখজনক বলে জানিয়েছি ।"
এদিকে হিন্দুদের উপর বেছে বেছে হামলা সত্ত্বেও কারও সমস্যা নেই বলে দাবি করা হয়েছে ! 'বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষ বিনা বাধায় তাঁদের ধর্মাচরণ করেন। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা অন্য দেশের ক্ষেত্রেও তাই করি।' বিশ্বজুড়ে প্রতিবাদের মুখেও আজব তত্ত্ব বাংলাদেশের বিদেশ সচিবের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে