Muhammad Yunus : 'ভারতের সঙ্গে সম্পর্ক বরাবরই ভাল...বিকল্প নেই ' ১৮০ ডিগ্রি ঘুরে এ কী বললেন ইউনূস
সাম্প্রতিক কিছু প্রচার দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে ঠিকই, তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে, বললেন ইউনূস

ভারত ছাড়া কোনও গতি নেই বাংলাদেশের। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়া করেছে বাংলাদেশ। প্রকাশ্যেই ভারতের জিনিস বর্জনের ডাক দিয়েছেন বাংলাদেশের উগ্রবাদী নেতারা। প্রকাশ্যে পোড়ানো হয়েছে ভারতীয় দ্রব্য। ভারতকে বাদ দিয়ে পাকিস্তান থেকে জিনিসপত্র আমদানীর কথাও ভেবেছে বাংলাদেশ। কিন্তু এদ্দিনে ইউনূস সম্ভবত বুঝে গিয়েছেন, ভারত ছাড়া গতি নেই। তাই বলতে বাধ্য বলেন, আর কোনও বিকল্প নেই , দুটি দেশ একে অপরের উপর নির্ভরশীল। সাম্প্রতিক কিছু প্রচার দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে ঠিকই, তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে।
তবে ঠিক কী ধরনের প্রচারে বা কাদের জন্য ভারত-বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে, তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি ইউনূস। একপ্রকার গা বাঁচিয়েই ইউনূস শুধু বলেছেন, সাম্প্রতিক কিছু মানুষের প্রচারেই টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশেরে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ইউনূস একথা বলেন। সুর বদলে ইউনূসের বক্তব্য, ' বাংলাদেশ ভারতের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছে।' আগামী ৩ ও ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন। সেখানে মুখোমুখি হতে পারেন নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনূস। বাংলাদেশের পালাবদলের পর থেকে কখনওই দুজনের সাক্ষাৎ হয়নি। তার আগে ইউনূসের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা। তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি আলোচনায় আগ্রহপ্রকাশ করছেন মহম্মদ ইউনূস ?
BBC - কে দেওয়া সাক্ষাৎকারে ইউনূসের মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্ক "খুব ভাল" । "কোনও অবনতি হয়নি, আমাদের সম্পর্ক সবসময় ভাল থাকবে। এখনও ভাল আছে এবং ভবিষ্যতেও ভাল থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাল সম্পর্ক থাকা ছাড়া আর কোনও উপায় নেই।" ইউনূস আরও বলেন, "আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমরা একে অপরের উপর এত নির্ভরশীল। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে আমরা এত ঘনিষ্ঠ যে আমাদের বিচ্ছিন্ন করা যাবে না।"
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আত্মপ্রকাশ করেছে বাংলাদেশে নতুন একটি দল - জাতীয় নাগরিক পার্টি। কোরান, গীতা, বাইবেল পাঠ করে নতুন রাজনৈতিক দলটি পথ চলা শুরু করেছে । আত্মপ্রকাশের দিনই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছে, 'বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনও ঠাঁই নেই।' বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার কথা বলেছে নাহিদের দল। ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে নাহিদ আরও বলেন, 'আমরা সামনের কথা বলতে চাই। ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানাতে চাই। বাংলাদেশকে কখনওই ভাগ করা যাবে না। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে' । এই পরিস্থিতিতেই ভারত নিয়ে সুর নরম করছেন ইউনূস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
