EPFO 3.0: ATM থেকেই তুলতে পারবেন পিএফের টাকা, কবে থেকে পাবেন সুবিধে ? আরও কী বদল ?
PF Withdrawal: এই বদলের মাধ্যমে ইপিএফ গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে অনেক সুবিধে হতে চলেছে। পিএফও ৩.০ চালু হলে দেশের সমস্ত ইপিএফ সদস্যদের ক্লেম সেটলমেন্ট স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।

PF Withdrawal: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংক্ষেপে ইপিএফওর গ্রাহকরা শীঘ্রই বড় সুবিধে পেতে চলেছেন। এবার থেকে তারা খুব সহজেই পিএফ অ্যাকাউন্টে তাদের জমানো টাকা তুলতে পারবেন, তাও আবার সরাসরি এটিএমের (EPFO 3.0) মাধ্যমেই। একইসঙ্গে আরও বেশ কিছু ডিজিটাল পরিবর্তন আনতে চলেছে ইপিএফও সংস্থা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন দেশে চালু হবে ইপিএফও ৩.০। একটি বড় প্রযুক্তিগত বিপ্লব (PF Withdrawal) ঘটাবে এই উদ্যোগ। এই বছর ২০২৫ সালের মে-জুন মাস থেকেই চালু হবে এই পরিষেবা। পিএফ থেকে টাকা তোলা এখন হবে আরও সহজ। আরও কী কী বদল আসছে ?
পিটিআই সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, 'ইপিএফও শীঘ্রই ৩.০ ভার্সন চালু করবে দেশে। এক বিরাট বড় আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত পরিষেবা হবে সরলীকৃত এবং বিঘ্নহীন। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ক্লেম সেটলমেন্ট, ডিজিটাল কারেকশন, এটিএম ভিত্তিক টাকা তোলার সুবিধে ইত্যাদি। এই বড় বদল আনা হচ্ছে মূলত ইপিএফওকে আরও বেশি সহজলভ্য ও দক্ষ, নিপুণ করে তোলার জন্য'।
এই বদলের মাধ্যমে ইপিএফ গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে অনেক সুবিধে হতে চলেছে। বর্তমানে পিএফ থেকে টাকা তুলতে গেলে প্রথমে ক্লেম ফাইল করতে হয়, সেই ফাইল প্রসেসিং হয় কিছু সময় ধরে, তারপর অনুমোদন মিললে টাকা তোলা যায়। কিন্তু ইপিএফও ৩.০ চালু হলে দেশের সমস্ত ইপিএফ সদস্যদের ক্লেম সেটলমেন্ট স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। এর মাধ্যমে টাকা তুলতে দেরি হবে না, সময় কম লাগবে তুলনায়। আর সবথেকে বড় সুবিধে হল পেপারওয়ার্ক বা অফিসে গিয়ে কাজ করার ঝক্কি একেবারে দূর হয়ে যাবে।
মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, এই বদল আনা হয়েছে ইপিএফও'র ৯ কোটি গ্রাহকদের কথা মাথায় রেখে, ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের মাধ্যমে সমস্ত গ্রাহকরা এখন থেকে নিজেরাই ইপিএফ অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন। তাদের পেনশন কিংবা টাকা তোলার সমস্ত নথি দেখতে ও যাচাই করতে পারবেন ঘরে বসেই। আর এই দ্রুত ক্লেম সেটলমেন্টের কারণে খুব তাড়াতাড়ি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।
ইপিএফওর কাছে বর্তমানে জমা রয়েছে ২৭ লক্ষ কোটি টাকা এবং এখন ইপিএফওর তরফে ৮.২৫ শতাংশ সুদ দেওয়া হয়। একইসঙ্গে এই টাকার উওরে রাষ্ট্রীয় নিশ্চয়তা রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে নিয়োগকর্তাদের দ্বারা ১.২৫ কোটি ইলেকট্রনিক চালান কাম রিটার্নের মাধ্যমে এই সংস্থায় জমা হয়েছে ৩.৪১ লক্ষ কোটি টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
