(Source: ECI/ABP News/ABP Majha)
TMC in Tripura: ২২ সেপ্টেম্বর অভিষেকের মিছিলের অনুমতি চেয়ে আগরতলা পুলিশকে ফের চিঠি তৃণমূলের
আইনশৃঙ্খলার কারণে এর আগে ১৬ ও ১৭ তারিখে পদযাত্রার অনুমতি দিতে খারিজ করে আগরতলা পুলিশ...
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি চেয়ে আগরতলা পুলিশকে ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস। চিঠিতে ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবারের মিছিলের অনুমতি আগেই খারিজ করেছে আগরতলা পুলিশ।
এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূলের সভা সমিতি করার উদ্দেশ্য গন্ডগোল পাকানো। তাঁর কটাক্ষ, রাজ্যে বিজেপিকে সভা বা মিছিল করার অনুমতি দেয় না সরকার। তারাই যাচ্ছে ত্রিপুরায় কোভিডের সময় মিছিল করতে।
তিনি আরও বলেন, আমাদের তো রোজ সভা বাতিল করে দেয়। আমরা ধরনা দেব বললাম, পুলিশ উঠিয়ে নিয়ে চলে গেল। পঞ্চাশ জনকেও বসতে দিচ্ছে না। আমাদের সময় পুলিশ বলে, এখন কোভিড পরিস্থিতি আছে। লকডাউন চলছে। কোনরকম জমায়েত হবে না।
দিলীপ বলেন, এখানে নির্বাচন হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশন বলেই দিয়েছেন কতজন আনতে হবে বলে। তার থেকে বেশি লোক হবে না।এখানে কাউকে সভা-সমিতি করতে দিচ্ছে না। ওখানে ত্রিপুরায় করতে যাচ্ছে। এর উদ্দেশ্যটা হচ্ছে গন্ডগোল করার।
তাঁর মতে, সেখানকার সরকার আইন-কানুন মানে তারা সেভাবে ব্যবস্থা করেছে। এখানে কোনও আইন নেই, হাজার হাজার লোককে রাস্তায় নামিয়ে দিয়ে দুয়ারে সরকার, লক্ষী ভান্ডার হচ্ছে। অন্যান্য রাজ্যে হয় না।
বুধবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। কিন্তু, অনুমতি দেয়নি পুলিশ। এরপর বৃহস্পতিবার একইরুটে পদযাত্রার ঘোষণা করে তৃণমূল। এবার তার অনুমতিও দিল না ত্রিপুরা পুলিশ।
ত্রিপুরা পুলিশের তরফে, একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৭ তারিখ অর্থাত্ শুক্রবার বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে তা বড় করে উদযাপিত হয়। আইনশৃঙ্খলার কারণে, পুজোর আগের দিন অর্থাত্ বৃহস্পতিবার তৃণমূলের কর্মসূচির আবেদনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।
এর প্রেক্ষিতে ট্যুইট করে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, বিজেপি মৃত্যু-ভয়ে ভীত। আমার ত্রিপুরায় ঢোকা বন্ধ করতে বিপ্লব দেব তাঁর সমস্ত ক্ষমতা ব্যবহার করছে। চেষ্টা করুন, কিন্তু আমায় আটকাতে পারবেন না। তৃণমূল কংগ্রেসকে আপনার ভয় পাওয়া এটাই প্রমাণ করে, যে, আপনার ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে আসছে। সত্যি বলতে, এই ভয়টা আমার ভাল লাগছে।
এই পরিস্থিতিতে বিজেপি শাসিত ত্রিপুরায় সন্ত্রাস ও অপশাসনের অভিযোগে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচি ছিল। কিন্তু, সোমবার ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই রুটে ওই দিন অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে... তার অনুমতি আগেই দেওয়া রয়েছে। তাই তৃণমূলের কর্মসূচিকে অনুমতি দেওয়া যাচ্ছে না।