এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নেই, বেজিংকে জানালেন বিদেশমন্ত্রী
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই জয়শঙ্করের তিনদিনের বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
বেজিং: চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বার্তা দিলেও, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের বিষয়ে ভারতের সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ বিষয়। চিনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কোনও জটিলতা নেই।’
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই জয়শঙ্করের তিনদিনের বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তিনি চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গেও বৈঠক করেন। চিনের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির উপর নজর রাখার কথা জানানো হয়। লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়েও আপত্তি জানায় চিন। তবে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত কোনও অতিরিক্ত অঞ্চলের দাবি জানাচ্ছে না। তাই এ বিষয়ে চিনের আপত্তির কোনও কারণ নেই।
চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত ও চিনের সম্পর্ক এত বড়, এটি আর দ্বিপাক্ষিক সম্পর্ক নেই, বিশ্বের আকার নিয়েছে। বিশ্বশান্তি, স্থিতাবস্থা ও উন্নয়নের স্বার্থে ভারত ও চিনের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো উচিত। একে অপরের উদ্বেগের বিষয়গুলিকে সম্মান জানিয়ে দূরত্ব সরিয়ে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করা উচিত। দু’দেশেরই অনেক মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কোনও ধারণা নেই, আমাদের সভ্যতার সংস্কৃতি একে অপরকে কতটা প্রভাবিত করেছে। আমাদের দু’দেশের মানুষের সম্পর্ক উন্নত করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
খবর
Advertisement