Wedding Gift: একটা পেট্রোল পাম্প, ২১০ বিঘে জমি ! জামাইকে ১৫ কোটিরও বেশি টাকার যৌতুক দিল মেয়ের বাবা ! চোখ কপালে নেটিজেনদের
Viral News: ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানের ছবি, বর-কনে এবং তাদের পরিবার সকলে উপস্থিত রয়েছে এই আসরে। এমনকী তাদের দুজনের আত্মীয়রাও এই আসরে উপস্থিত রয়েছেন।

Viral News: সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। এমনিতেই বিয়ে সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েই থাকে নানা সময়, তবে এবার বিয়ের এমন এক ভিডিয়ো এসেছে যা দেখে চোখ কপালে নেটিজেনদের। কনেপক্ষের তরফ (Wedding Gift) থেকে বরপক্ষকে এমন সব উপহার দেওয়া হয়েছে যা শুনে চমকে গিয়েছেন (Viral News) নেটিজেনরা। ১৫ কোটি টাকার উপহার দেওয়া হয়েছে বরকে !
এমনিতেই বিয়ে সংক্রান্ত অদ্ভুত অদ্ভুত ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে এবার উপহার বা যৌতুকের বহর দেখে চোখ কাড়তে বাধ্য। বিয়ের সময় জয়মালা অনুষ্ঠান হোক বা বর-কনের নাচের মুহূর্ত হোক কিংবা জনপ্রিয় কোনও আচার-অনুষ্ঠান হোক, এই ধরনের ভিডিয়ো বেশ ছড়িয়ে পড়তে দেখা যায়। এবারে অন্যরকম একটি ভিডিয়ো ভাইরাল (Viral News) হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই সেই ভিডিয়োতে ১.৯ মিলিয়ন লাইক এসেছে, ফলে বোঝাই যাচ্ছে যে মানুষের কত উৎসাহ এই ঘটনাকে ঘিরে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানের ছবি, বর-কনে এবং তাদের পরিবার সকলে উপস্থিত রয়েছে এই আসরে। এমনকী তাদের দুজনের আত্মীয়রাও এই আসরে উপস্থিত রয়েছেন। এই আসরের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি মাইক্রোফোনে ঘোষণা করছেন ঠিক কী কী যৌতুক (Wedding Gift) মেয়ের বাবা দিলেন তাঁর জামাইকে। তিনি ঘোষণা করেন, '৩ কেজি রুপো, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘে জমি, সব মিলিয়ে মোট ১৫.৬৫ কোটি টাকার জিনিস উপহার দিলেন কনে পক্ষ'।
সোনু আজমীর নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছিলেন। আর এই ভিডিয়োতে পরপর নানাবিধ কমেন্ট আসতে থাকে নেটিজেনদের। একজন লিখেছেন যে এত বিপুল অঙ্কের উপহার পাওয়ার পরে বিয়ে করার প্রয়োজনীয়তা কী রইল ! তিনি এও বলেন যে এই বিপুল সম্পদের সাহায্যে কনে অর্থাৎ মেয়েটি নিজেই দারুণ রাজত্ব বিস্তার করে স্বাধীনভাবে থাকতে পারত।
আবারন্য একজন নেটিজেন আরও স্পষ্ট করে জানান যে এই উপহারগুলি ছিল 'ভাত' রীতির অংশ, এই রীতিতে এক কাকাস্থানীয় ব্যক্তি বিয়ের সময় তাঁর ভাইঝিকে বা ভাইপোকে উপহার দিয়ে থাকে। কেউ কেউ আবার বরের পরিবারকে বিদ্রুপ করেছেন, কটাক্ষ করেছেন এত বিপুল অঙ্কের উপহার গ্রহণ করার জন্য। আবার অনেকেই লিখেছেন এত বিপুল সম্পদ থাকলে মেয়েটি স্বাধীনভাবে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারত।






















