Offbeat News: বিশ্বের কোন দেশে প্রথম পরীক্ষা নেওয়া হয় ?
Examination: আমরা প্রতিনিয়ত কোন না কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকি। কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম পরীক্ষা কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছিল ?
কলকাতা : পরীক্ষা…এই শব্দটি আজ আমাদের জীবনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছে। শৈশব থেকে কেরিয়ার পর্যন্ত, আমরা প্রতিনিয়ত কোন না কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকি। কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম পরীক্ষা কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছিল ? আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর।
পৃথিবীর কোথায় হয়েছিল প্রথম পরীক্ষা ?
ইতিহাসবিদরা মনে করেন, আধুনিক পরীক্ষার পদ্ধতি চিন থেকে শুরু হয়েছিল। প্রথম পরীক্ষা হয় চিনে। হাজার বছর আগে চিনে সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হতো। এই পরীক্ষাগুলিতে প্রার্থীদের দর্শন, ইতিহাস, কবিতা এবং গণিতের মতো বিষয়ে তাদের জ্ঞান প্রদর্শন করতে হত। দুই ধরনের পরীক্ষা নেওয়া হয়। Chnina Organized Examination First
ইম্পেরিয়াল এক্সামিনেশন : চিনে পরিচালিত এই পরীক্ষাগুলিকে বলা হতো 'ইম্পেরিয়াল এক্সামিনেশন'। এই পরীক্ষাগুলো কয়েকটি ধাপে অনুষ্ঠিত হত এবং এতে কৃতকার্য হওয়া প্রার্থীরা সরকারি চাকরি পান।
মান্ডারিন : এই পরীক্ষাগুলিতে মান্ডারিন ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। যে কারণে মান্ডারিন চিনের জাতীয় ভাষা হয়ে ওঠে।
ভারতে কীভাবে পরীক্ষার শুরু হয়েছিল ?
ব্রিটিশ শাসনামলে ভারতে পরীক্ষা পদ্ধতির আগমন ঘটে। ব্রিটিশ সরকার ভারতে সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু করে। এসব পরীক্ষায় ইংরেজি ভাষা জানা বাধ্যতামূলক ছিল।
একই সময়ে, ১৯' এবং ২০' শতকে ইউরোপ ও আমেরিকায় আধুনিক পরীক্ষা পদ্ধতি প্রসার লাভ করে। এসব দেশে শিক্ষার ব্যাপক প্রসারের ফলে পরীক্ষার গুরুত্বও বেড়ে যায়। তবে, আজকাল শুধু সরকারি চাকরির জন্য নয়, বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা যাচাইয়ের জন্যও পরীক্ষা নেওয়া হয়। অনলাইন পরীক্ষার আগমন পরীক্ষা পদ্ধতিতে আরও পরিবর্তন এনেছে।
প্রসঙ্গত, যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পরীক্ষার প্রতিযোগিতাও। ছাত্রাবস্থায় ছাত্রী-ছাত্রীদের পরীক্ষা দিয়ে যেতে হয়। নাগাড়ে। তাতে সাফল্যের উপরেই নির্ভর করে পরবর্তী পর্যায়ে যাওয়া। শুধু ছাত্রাবস্থাতেই নিজের যোগ্যতার প্রমাণ দিলে হবে না, এরপর কেরিয়ার গড়ার পরীক্ষা। মেধা অনুযায়ী, বিভিন্ন পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা। তাতে সাফল্য মিললেও নিস্তার নেই। থাকে ইন্টারভিউ পর্ব। ইন্টারভিউও পরীক্ষারই অঙ্গ। যাতে একজন পরীক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা যাচাই করা হয়। তাতে উত্তীর্ণ মিললেই, তবে মেলে চাকরি। চাকরি পাওয়ার পর পরবর্তী পর্যায়ে প্রোমোশনের জন্য দিতে হয় পরীক্ষা। অর্থাৎ, সারা জীবনই একের পর এক পরীক্ষায় পরিবৃত্ত থাকে মানুষের জীবন। Examination