এক্সপ্লোর
Ajker Rashifal: ছুটির দিনটা কাটতে চলেছে এভাবে ? মেষ থেকে মীন কেমন কাটবে রবিবার দিন
Horoscope For Sunday (8 September, 2024) : মেষ থেকে মীন, রাশিফলের ১২ রাশির রবিবার কেমন কাটবে ?
৮ সেপ্টেম্বরের রাশিফল
1/12

মেষ রাশি (Mesh Rashi) - রবিবার দিনটি বিশেষ হবে আপনার কাছে। আপনার মনে বিভ্রান্তি থাকবে। যদি কোনও অভাবী ব্যক্তিকে সাহায্য করতে চান তবে তা আপনার জন্য মঙ্গলজনক হবে। কোনও কাজ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। নতুন কাজে আপনার আগ্রহ জন্মাতে পারে। তা আপনার জন্য ভাল হবে। সঠিক কাজে নিজের এনার্জি কাজে লাগান। তা আপনার পক্ষে ভাল হবে।
2/12

বৃষ রাশি (Brisha Rashi) - এই রাশির যাঁরা ব্যবসা করছেন, তাঁদের ঝুঁকি এড়াতে হবে। আপনার বিরোধী আপনার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে পারেন। তাঁকে অবশ্য আপনার চিনে নেওয়া উচিত। ভাই-বোনের পূর্ণ সমর্থন মিলবে। ব্যবসায় কোনও বড় পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। আপনার উদ্বেগ বাড়বে। কারণ আপনার অনেক কাজ থাকবে। সঙ্গীর সঙ্গে দেখা করতে অনেক দূরে যেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা কিছু সুখবর শুনতে পেতে পারেন।
Published at : 08 Sep 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















