এক্সপ্লোর
IAS Success Story: ৫ বার ব্যর্থ হয়েও শেষ সুযোগে বাজিমাত, UPSC উত্তীর্ণ হওয়ার মূলমন্ত্র কী ছিল বিশালের ?
IAS Vishal Narwade: ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সিভিল সার্ভিসে আসার প্রবল ইচ্ছে জেগেছিল মনে। আর সেই ইচ্ছে পূরণ করতে সাত সাতটি বছর লেগে গেল বিশালের।

ছবি সৌজন্য- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
1/10

ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সিভিল সার্ভিসে আসার প্রবল ইচ্ছে জেগেছিল মনে। আর সেই ইচ্ছে পূরণ করতে সাত সাতটি বছর লেগে গেল বিশালের। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
2/10

আইআইটিতে থেকে পাশ করা বিশাল এখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেশের অন্যতম সফল আইএএস। পাঁচবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তিনি। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
3/10

মহারাষ্ট্রের লাতুর জেলায় বড় হওয়া বিশাল নারওয়াড়ের জবলপুরের আইআইটি থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তেন। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
4/10

আইআইটিতে পড়ার সময়ই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি জোরকদমে শুরু করেন বিশাল। দেশসেবার এক প্রবল ইচ্ছে ছিল তাঁর মনে। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
5/10

পাঁচবার পরীক্ষা দিয়েও সাফল্য পাননি তিনি। প্রতিবারই কোনও না কোনও কারণে ব্যর্থ হয়েছেন বিশাল। কিন্তু তা বলে হাল ছেড়ে দেননি। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
6/10

হাতে ছিল মাত্র একটাই সুযোগ। ২০১৬ সালে সেই শেষবারের পরীক্ষাতেই ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন বিশাল নারওয়াড়ে। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
7/10

প্রথম পরীক্ষায় পাশ করে আইপিএস অফিসার পদে নিযুক্ত হন বিশাল। কিন্তু সেই কাজ পছন্দ না হওয়ায় ফের একবার পরীক্ষায় বসেন তিনি। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
8/10

২০১৯ সালে আবার ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হন বিশাল নারওয়াড়ে। সারা দেশে তাঁর স্থান ছিল ৯১তম। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
9/10

বিশাল মনে করেন দেশের এই অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করতে গেলে কখনও অন্যদের সঙ্গে নিজের তুলনা করা ঠিক নয়। বইপত্র বারবার বদলে ফেলা একেবারেই উচিত নয়, এতে অর্জিত জ্ঞান ও প্রস্তুতি কখনও সম্পূর্ণ হবে না। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
10/10

যে নম্বর বিভাজন থাকে ইউপিএসসি পরীক্ষায়, তা আগে ভালভাবে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী নিজের অগ্রাধিকার বেছে নিতে হবে বলেই মনে করেন বিশাল। ছবি- বিশাল নারওয়াড়ের ইনস্টাগ্রাম
Published at : 10 Apr 2024 11:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
