এক্সপ্লোর
Jadavpur Poll Campaign: মেঠো পথ থেকে শহরের রাস্তা, লাল ঝান্ডার বার্তা নিয়ে যাদবপুরে প্রচারে সৃজন
Lok Sabha Election 2024: যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার বামেদের বাজি তরুণ মুখ সৃজন ভট্টাচার্য। কেমন সাড়া মিলছে প্রচারে?

নিজস্ব চিত্র
1/10

হাইভোল্টেজ কেন্দ্র যাদবপুর। একসময়ের বামেদের দুর্গ ছিল এই লোকসভা কেন্দ্র। কিন্তু ২০০৯ সাল থেকেই ধারাবাহিকভাবে এই লোকসভা কেন্দ্র দখলে রেখেছে তৃণমূল। একই দলের দখলে থাকলেও প্রতিবারই পাল্টে গিয়েছে সাংসদ। এবারও নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। আর বামেরা ভরসা রেখেছে তাদের তরুণ মুখ এবং এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের উপর।
2/10

বাম ও কংগ্রেসের আসন সমঝোতায় যাদবপুর কেন্দ্র পড়েছে বামেদের জন্য। এখানে বাম প্রার্থীকেই সমর্থন করছে কংগ্রেস। ফলে এখানে সৃজনের সমর্থনের প্রচারে একই সঙ্গে পথে নামছেন সিপিএম ও কংগ্রেস নেতা-কর্মীরা।
3/10

বারুইপুর থেকে ভাঙড়। যাদবপুরের কলকাতা পুর এলাকা থেকে বারুইপুর পশ্চিমের ধপধপি- সর্বত্র মিছিল-মিটিংয়ে ব্যস্ত দেখা যাচ্ছে সৃজনকে।
4/10

দমদমের এসএফআই কর্মীরা সৃজনের প্রচারের বেশকিছু ফ্লেক্স বানিয়ে দিয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করেন সৃজন
5/10

অল্পবয়স্ক থেকে প্রবীণ- বয়স নির্বিশেষে সৃজনের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে অনেককেই। মালা পরিয়ে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন অনেকে।
6/10

প্রচারের মাঝে সেলফি তোলার আবদারও মেটাচ্ছেন সৃজন ভট্টাচার্য। তারই সঙ্গে সেরে নিচ্ছেন ভোটের প্রচারও।
7/10

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিশাল অংশ গ্রামীণ এলাকা। গ্রামাঞ্চলেও লাগাতার প্রচার চলছে সৃজনের। প্রচারপর্বে ভরসা টোটো। টোটো-অটোর মিছিলে চলছে প্রচার।
8/10

প্রচারের মাঝেই সৃজনের হাতে অনুরাগী বা দলীয় সমর্থকদের কেউ কেউ তুলে দিচ্ছেন উপহারও।
9/10

শুধু ভোট-প্রচারে মিছিলই নয়। মাঝেমধ্যেই বামপ্রার্থীকে দেখা যাচ্ছে পথচারীদের সঙ্গে কথা বলতে। কেউ হাত মেলাচ্ছেন। কারও সঙ্গে আবার চলছে আলাপচারিতা।
10/10

যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থীর প্রচার এখন তুঙ্গে। মিটিং-মিছিল-পথসভা চলছে সবই। ১ জুন এখানে ভোটগ্রহণ। শেষ হাসি কে হাসবেন? তার উত্তর মিলবে ৪ জুন। সব ছবি: সৃজন ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইল
Published at : 03 May 2024 10:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
