এক্সপ্লোর
Rachna Banerjee: রামনবমীতে হনুমান মন্দিরে দিলেন পুজো, প্রচারে বেরিয়ে BJP-কে খোঁচা TMC প্রার্থী রচনার
Rachna Vote Campaign Ram Navami:'রাম কবে বিজেপির হল ? রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের', ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিয়ে বললেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ..
রামনবমীতে হনুমান মন্দিরে দিলেন পুজো, প্রচারে বেরিয়ে BJP-কে খোঁচা TMC প্রার্থী রচনার
1/10

ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিলেন এদিন রচনা বন্দ্যোপাধ্যায়।
2/10

'রাম কবে বিজেপির হল ? রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের', পুজো সেরেই প্রশ্ন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যয়ের।
3/10

চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা।
4/10

সেখান থেকে ১৯,২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পুজো দেন ও জনসংযোগ করেন।
5/10

প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় চলে তাঁর প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন,' সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি।'
6/10

বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে,তাঁদের ধন্যবাদ জানাই বলেন রচনা।
7/10

রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের এটা বিজেপির কবে থেকে হল ? প্রশ্ন তোলেন তিনি।
8/10

রচনা স্পষ্ট বলেন, এরা সবার। আমরা সব ঠাকুরকে পুজো করি।
9/10

লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি, জানান হুগলির তৃণমূল প্রার্থী।
10/10

তিনি আরও জানান, যেখানে যেখানে, রামের পুজো হচ্ছে আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি।'
Published at : 17 Apr 2024 07:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















