এক্সপ্লোর
Narendra Modi Files Nomination: রাজনীতিক নন, তবু মোদির মনোনয়ন পেশের সময় ঠিক পাশে রইলেন এই ব্যক্তি, কে ইনি?
Lok Sabha Election 2024 : মনোনয়ন পেশের সময় মোদির ঠিক পাশে যাঁকে দেখা গেল, তিনি শ্বেত শ্মশ্রু । শীর্ণকায় এক ব্যক্তি।

মোদির মনোনয়ন পেশের সময় ঠিক পাশে রইলেন এই ব্যক্তি, কে ইনি?
1/9

মঙ্গলবার বারাণসী থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনাথ সিং, অমিত শাহ ও ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এনডিএ এর শরিক নেতারা এদিন সঙ্গে ছিলেন মোদির।
2/9

এছাড়া মনোনয়ন পেশের সময় মোদির ঠিক পাশে যাঁকে দেখা গেল, তিনি শ্বেত শ্মশ্রু । শীর্ণকায় এক সাধু।
3/9

কে ইনি? না ইতি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নন। ইনি আরএসএসের কার্যকর্তাও নন। কিন্তু মোদি এই ব্যক্তিকে রাখলেন এক্কেবারে পাশে।
4/9

সবার মনেই উৎসাহ ছিল , কে এই ব্যক্তি ? অনেকেরই হয়ত মনে থাকবে, এঁকে দেখা গিয়েছিল রামমন্দির উদ্বোধনের আগে।
5/9

নরেন্দ্র মোদির পাশে বসা এই মানুষটি পন্ডিত গণেশ্বর শাস্ত্রী। পরিচয়, ইনি একজন ব্রাহ্মণ পণ্ডিত। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য শুভ সময় বেছে দিয়েছিলেন ইনিই।
6/9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে লড়ছেন লোকসভা নির্বাচনে। বারাণসী আসন থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন ১৪ মে দিনটি। এর পিছনে কারণটি কী ? সূত্রের খবর মঙ্গলবার একটি অত্যন্ত শুভ মুহূর্ত ছিল। পণ্ডিতদের পরামর্শ নিয়েই এই ক্ষণটি বেছে নিয়েছিলেন মোদি।
7/9

জানা গিয়েছে, দশাশ্বমেধ ঘাটে এদিন তিনি গঙ্গা স্নান এবং গঙ্গা পুজো করেন। হিন্দু কিংবদন্তী অনুসারে, ব্রহ্মা এই ঘাটেই ১০ টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই থেকেই দশাশ্বমেধ ঘাট।
8/9

সকালে তিনি বারাণসীর কাল ভৈরব মন্দিরে প্রার্থনা করেন। কারণ প্রতিবারই তিনি এই নিয়ম মেনে এসেছেন। কালভৈরবকে বলা হয় বারাণসীর দ্বাররক্ষী। তাঁর অনুমতি ছাড়া বারাণসীতে প্রবেশ করা যায় না।
9/9

হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি শুভ সময় বলে মনে করা হয। ১৪ মে গঙ্গা সপ্তমী। এ দিন দেবী গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন । এই তিথি গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত।
Published at : 14 May 2024 04:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
