এক্সপ্লোর
Rekha-Alia Bhatt: মাঝখানে ব্যবধান কয়েক দশকের, রেড কার্পেটে মিশল অতীত ও বর্তমান, আলিয়াকে আদরে ভরিয়ে দিলেন রেখা
Dadasaheb Phalke International Film Festival Awards: মাঝে শুধু সময়ের ব্যবধান। নিজ নিজ ক্ষেত্রে দু'জনেই সেরা। লাল গালিচায় মিশে গেল অতীত এবং বর্তমান।
সোমবার রাতে লাল গালিচায় রেখা ও আলিয়া।
1/10

কাজের জায়গায় নিজেদের ১০০ শতাংশ ঢেলে দেন তাঁরা। জীবন কাটান নিজের শর্তে। ভারতীয় চলচ্চিত্রে দু’জনেই ব্যাতিক্রমী।
2/10

কিন্তু বয়সের নিরিখে হোক বা সময়ের হিসেবে, দু’জনের মধ্যে ফারাক রয়েছে বিস্তর। দু’জনের মধ্যে বয়সের ফারাক প্রায় চার দশক। এক জন যখন প্রায় অবসরে, সেই সময় অভিষেক ঘটেছে অন্য জনের।
3/10

কিন্তু সোমবার লাল কার্পেটে ঘুচে গেল সেই সব দূরত্ব, ফারাক। বরং হাতে হাত রেখে, হাসিমুখে এক ফ্রেমে যখন ধরা দিলেন রেখা এবং আলিয়া ভট্ট, পাপারাৎজি থেকে কলাকুশলী, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলেন সকলেই।
4/10

সোমবার মুম্বইয়ে ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার’-এর আয়োজন হয়েছিল। সেখানেই লাল গালিচায় একসঙ্গে দেখা গেল রেখা এবং আলিয়াকে।
5/10

বরাবরের মতো কাঞ্জিভরম শাড়িতে চোখ ধাঁধানো উপস্থিতি ছিল রেখার। সিঁথিভর্তি সিঁদুর, হাতে ছিল বটুয়া। ফুলের মালা জড়ানো ছিল খোঁপায়।
6/10

অন্য দিকে, আইভরি রংয়ের শাড়ি, ছোট্ট টিপ আর হালকা লিপস্টিকে স্নিগ্ধ উপস্থিতি ছিল আলিয়ার। পরস্পরকে দেখে আপ্লুত হয়ে পড়েন তাঁরা।
7/10

লাল গালিচায় আলিয়াকে দেখে আক্ষরিক অর্থেই আবেগ বাঁধ ভাঙে রেখার। হাত ধরে, পথ দেখিয়ে আলিয়াকে টেনে নিয়ে আসেন তিনি। একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেন। কথার ফাঁকে আলিয়ার গালে চুমুও এঁকে দেন রেখা।
8/10

বলা বাহুল্য, রেখার কাছ থেকে আদর পেয়ে আবেগে ভাসেন আলিয়াও। চোখেমুখে আবেগ ফুটে উঠছিল তাঁর। ঠোঁটের কোণ থেকে হাসি মুছতেই পারেননি তিনি।
9/10

সোমবার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন আলিয়া। স্বামী রণবীর কপূরের পুরস্কারও গ্রহণ করেন নিজেহাতে। শীঘ্রই হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবিতে দেখা যাবে আলিয়াকে।
10/10

জাতীয় পুরস্কার বিজয়ী রেখা বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সোমবার স্বীকৃতি পান রেখা।
Published at : 21 Feb 2023 11:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















