এক্সপ্লোর
Dev and Rukmini: মরুশহরে রুক্মিণী মজে আইসক্রিমে, দেবের পছন্দ প্রকৃতি
Dev and Rukmini Mitra: কেমন হল দেব-রুক্মিণীর ছুটি কাটানো?
দেব রুক্মিণীর মরু সফর
1/10

মরুশহরে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Mitra)। সেখান থেকেই তাঁর শেয়ার করে নিয়েছেন একগুচ্ছ ছবি। নজর রাখা যাক তাঁদের মরু শহরের ফটো অ্যালবামে।
2/10

দেব ও রুক্মিণী যে ঠিক কোথায় ঘুরতে গিয়েছিলেন তা তাঁদের ছবিতে স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিও শেয়ার করেননি তাঁরা।
3/10

এর আগে আরজি কর কাণ্ডের আবহে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছিলেন দেব।
4/10

এরপরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা বন্ধ করেছিলেন রুক্মিণীও। তবে ফের তাঁরা একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন।
5/10

ছবিতে দেখা যাচ্ছে, দেব প্রকৃতির মাঝে বসে রয়েছেন একা। তাঁর চারিদিকে শুধুই বালি আর বালি।
6/10

অন্যদিকে রুক্মিণী যে ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে তাঁকে দেখা গেল আইসক্রিম খেতে। মরুশহরে গিয়ে আইসক্রিমে মজেছেন তিনি।
7/10

কাজের ক্ষেত্রে, সদ্য মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'খাদান'-এর টিজার।
8/10

আজ মুক্তি পেয়েছে পুজো ছবি 'টেক্কা'-তে রুক্মিণীর লুকও। দর্শকদের মধ্যে বেশ সমাদৃত হয়েছে তাঁর লুক।
9/10

'টেক্কা' ছবিটি তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। এই ছবিতে থাকছেন দেবও।
10/10

সামনেই রয়েছে দেবের খাদান ও টেক্কা ছবির মুক্তি। অন্যদিকে রুক্মিণীর রয়েছে টেক্কা ও বিনোদিনী ছবির মুক্তি।
Published at : 01 Sep 2024 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















