এক্সপ্লোর
Advertisement

(Source: ECI/ABP News/ABP Majha)
Dictionary Film Photos: নতুন ছবির প্রিমিয়ারেও একসঙ্গে যশ-নুসরত!

নুসরত জাহান
1/7

আজ মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত, নুসরত জাহান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'ডিকশনারি'। গতকাল ছবির প্রিমিয়ারে হাজির রইলেন একঝাঁক তারকা। আজ সোশ্যাল মিডিয়ায় তার প্রিমিয়ার নাইট লুক শেয়ার করলেন 'ডিকশনারি'র 'স্মিতা'
2/7

লাল গাউনে সেজেছিলেন নুসরত। তাঁর প্রিমিয়ার নাইটের সাজের সঙ্গে মোটেই মিল ছিল না তাঁর চরিত্রের।
3/7

ডিকশনারিতে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন নুসরত। নায়িকা জানিয়েছেন, এত গভীর চরিত্র তিনি আগে কখনও করেননি।
4/7

ছবির প্রিমিয়ারে একসঙ্গে যশ ও নুসরত
5/7

এদিন প্রিমিয়ার নাইটে নুসরতের সঙ্গে হাজির ছিলেন যশ দাশগুপ্ত। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এখন শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। কিন্তু প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।
6/7

অন্যদিকে আপাতত নিখিলের সঙ্গে থাকছেন না নুসরত। সম্প্রতি নায়িকার জন্মদিন গিয়েছে। সেই দিনটাও তিনি কাটিয়েছিলেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। এদিন উপস্থিত ছিলেন না নিখিল
7/7

'ডিকশনারি' ছবিতে একসঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক চরিত্র। ব্রাত্য ও নুসরত। অভিনেতা ও পরিচালকের বাইরে তাজের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। ছবি সৌজন্যে - নুসরত জাহানের ইনস্টাগ্রাম
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
