এক্সপ্লোর
Ram Gopal Varma: রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে বিতর্কিত পোস্ট, বিপাকে পরিচালক রামগোপাল ভার্মা

বিপাকে রামগোপাল ভার্মা।
1/10

বিতর্ক এবং তিনি পরস্পরের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। এ বার রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে কুরুচিকর পোস্ট করে বিপাকে বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল।
2/10

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাঁকে নিয়েই ট্যুইটারে বিতর্কিত পোস্ট করেছেন রামগোপাল।
3/10

রসিকতার চালে ট্যুইটারে দ্রৌপদীকে নিয়ে লেখা পোস্ট করেন রামগোপাল। লেখেন, 'দ্রৌপদী রাষ্ট্রপতি হলে পাণ্ডবপক্ষ কারা? তার চেয়েও বড় প্রশ্ন কৌরবপক্ষ কারা?'
4/10

এই ট্যুইটের জেরে রামগোপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তেলঙ্গানার বিজেপি নেতা গুডুর নারায়ণ রেড্ডি। পরিচালক তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
5/10

বিজেপি নেতা জানিয়েছেন, রামগোপালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ। এমন ব্যবস্থা নেওয়া হবে যে আর কখনও এমন ট্যুইট করার সাহস পাবেন না রামগোপাল।
6/10

বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি যদিও সাফাই দেন রামগোপাল। কাউকে আঘাত করার কোনও অভিসন্ধি ছিল না বলে দাবি করেছেন তিনি।
7/10

ট্যুইটারে রাম গোপাল লেখেন, ‘আমি শুধু মজা করেছিলাম। অন্য কোনও উদ্দেশ্য ছিল না। মহাভারতে দ্রৌপদীর চরিত্র আমার সবচেয়ে প্রিয়। নামটি অত্যন্ত বিরল, তাই মহাভারতের প্রসঙ্গ এনেছি। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার।’
8/10

কিন্তু রামগোপালের সাফাইয়েও বিতর্ক থামছে না। বিজেপি-র আর এক নেতার অভিযোগ, মত্ত অবস্থায় ওই রকম কুরুচিকর পোস্ট করে থাকবেন রামগোপাল।
9/10

শুধু তাই নয়, এই ধরনের বিতর্কিত মন্তব্য করেই রামগোপাল খবরে টিকে থাকেন বলেও অভিযোগ উঠছে।
10/10

সম্প্রতি হিন্দি ভাষা নিয়ে বিতর্কেও ঝাঁপিয়ে পড়েছিলেন রামগোপাল। দক্ষিণি তারকা কিচ্চা সুদীপের সঙ্গে অজয় দেবগণের বিবাদ নিয়ে তিনি বলিউডকে নিশানা করেন। দক্ষিণি তারকাদের সামনে বলিউড তারকারা হীনম্মন্যতায় ভোগেন বলে মন্তব্য করেন তিনি।
Published at : 25 Jun 2022 11:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
