এক্সপ্লোর
Advertisement

Malvika Raaj: সাদা পোশাকে ট্যুইনিং, স্বপ্নিল 'প্রস্তাব পর্ব', কবে বিয়ে করছেন K3G-র 'পূজা' মালবিকা রাজ?
Malvika Raaj Wedding: ২০০১ সালের জনপ্রিয় ছবি 'কভি খুশি কভি গম'-এর চরিত্র পূজা। যে চরিত্রের প্রাপ্তবয়স্কের ভূমিকায় ছিলেন বেবো। তাঁরই ছোটবেলার চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন মালবিকা রাজ।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

'কভি খুশি কভি গম' ছবির খুদে 'পু' অর্থাৎ পূজাকে মনে আছে? করিনা কপূরের বিখ্যাত চরিত্রের ছেলেবেলার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন?
2/10

মনে করিয়ে দিই, তাঁর নাম মালবিকা রাজ। অবশ্যই তিনি আর সেই ছোট্টটি নেই। সেরে ফেলেছেন আংটি বদলও।
3/10

২০০১ সালের 'পু' এখন বিয়ের পাত্রী। ব্যবসায়ী প্রণব বগ্গার সঙ্গে খুব শীঘ্রই বাঁধা পড়বেন সাত পাকে।
4/10

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করলেন মালবিকা।
5/10

সাদা পোশাকে ট্যুইনিং করতে দেখা গেল 'লাভ বার্ডস'কে। তাঁদের স্বপ্নিল বিয়ের প্রস্তাব দেওয়ার পর্বের ছবি এল প্রকাশ্যে।
6/10

ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমরা এখানে, সবেমাত্র শুরু করলাম... এবং এতদিনের পর, আমাদের সময় অবশেষে এসেছে... এখন এখানে আমরা, এখনও মজবুত বন্ধন... ঠিক এই স্থানে আমরা আসলে যেখানের।'
7/10

ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। অনুরাগী থেকে একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানান।
8/10

অবন্তিকা দাসানি, স্টেবিন বেন, অঞ্জলি আনন্দ, তানিশা মুখোপাধ্যায়, প্রমুখরা জানান শুভেচ্ছা।
9/10

যদিও তাঁদের বিয়ের অনুষ্ঠানের কোনও সঠিক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে শীঘ্রই বিয়ে সারবেন তাঁরা।
10/10

২০০১ সালের 'কেথ্রিজি'র পর ২০১৭ সালের 'জয়দেব' ছবিতে দেখা যায়। এছাড়া রিনজিং ডেনজোংপার 'স্কোয়াড' ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তিনি।
Published at : 04 Aug 2023 08:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
