এক্সপ্লোর
Mimi Chakraborty: সমুদ্রের তলায় সাহসী সফর... ছবি দেখে এই নায়িকাকে চিনতে পারছেন?
Mimi Chakraborty Photos: সাহসী সাংসদ...শখপূরণ করতে গিয়ে সমুদ্রের জলে ডুব মিমির
সাহসী সাংসদ...শখপূরণ করতে গিয়ে সমুদ্রের জলে ডুব মিমির
1/10

তিনি বরাবরই সাহসী... জীবন বাঁচেন নিজের শর্তে। আর তাঁর জীবনের ইচ্ছার তালিকা... সেও অনেক লম্বা।
2/10

তার মধ্যে থেকে একটি পূর্ণ করতেই এবার সমুদ্র ঝাঁপ দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
3/10

সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি। সেই ছবি কিছু তাঁর নিজের, কিছু আবার এক্কেবারে সমুদ্রের তলার।
4/10

তবে সেই ছবি দেখে অভিনেত্রীকে চেনাই দায়। তাঁর পরণে স্কুবা ডাইভিংয়ের পোশাক। টেনে বাঁচা চুল। চোখে বিশেষ ধরণের চশমা।
5/10

ছোট্ট নৌকা থেকে তিনি ঝাঁপ দিচ্ছেন সমুদ্রের জলে। তারপরেই মিমির ছবিতে ফুটে উঠেছে সমুদ্রের তলার সুন্দর সব দৃশ্য।
6/10

সেই সঙ্গে, মিমি শেয়ার করে নিয়েছেন স্কুবা ডাইভিংয়ের শংসাপত্রের ছবি। ঝিনুক দিয়ে সাজিয়ে সেই শংসাপত্রের ছবিও তুলেছেন তিনি।
7/10

সোশ্যাল মিডিয়ায় মিমির এই ছবি, ভিডিও সবই বেশ প্রশংসা পেয়েছে। তবে কোথায় সফরে গিয়েছেন মিমি, তা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।
8/10

বিভিন্ন কাজের ফাঁকে মিমি যে ছুটি কাটাচ্ছেন তা স্পষ্ট। ক্যাপশানে মিমি লিখেছেন, 'যে যা বলেন বিশ্বাস করবেন না.. নিজে যেটা ইচ্ছা করে সেটাই করুন। বাকেট লিস্ট।'
9/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা-সাংসদ। সদ্য তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন মিউজিক ভিডিও, 'ভাল্লাগেনা'। নিজেই এই গান গেয়েছেন তিনি, ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকেই।
10/10

নিজের মনের কথাই যেন উজাড় করে দিয়েছেন মিমি, তাঁর এই গানে। গানটি লিখেছেন মিমি ও তপাস।অভিনেত্রী সাংসদ চিরকালই স্পষ্টবক্তা। এই গানেও যেন তারই ছোঁয়া।
Published at : 06 Feb 2024 12:13 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















