এক্সপ্লোর
Yash Nusrat News: যশ-নুসরতের নতুন ইনিংস, নতুন ছবি 'মেন্টাল'-এ অভিনয়ের সঙ্গে করবেন প্রযোজনায়ও!
Yash Nusrat News: প্রযোজনা সংস্থার সঙ্গে সঙ্গেই নতুন ছবির ঘোষণা ও লুক প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'মেন্টাল' -এর লুক শেয়ার করে নিলেন প্রযোজনা সংস্থার দুই মাথা
যশরতের নতুন দায়িত্ব
1/10

হাতে হাত রেখে নতুন সফর শুরু করলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)।
2/10

গতকাল, অর্থাৎ শনিবার টলিপাড়ায় নিজেদের 'সুখবর' সবার সঙ্গে শেয়ার করে নিতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল যশ ও নুসরতের তরফে।
3/10

এবার নতুন প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন যশরত জুটি। শনিবার যেমন একদিকে মুক্তি পেল তাঁদের প্রযোজনা সংস্থার লোগো, তেমনই ঘোষণা হল প্রথম ছবিরও।
4/10

প্রযোজনা সংস্থার সঙ্গে সঙ্গেই নতুন ছবির ঘোষণা ও লুক প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'মেন্টাল' (Mentaal)-এর লুক শেয়ার করে নিলেন প্রযোজনা সংস্থার দুই মাথা, যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)।
5/10

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তনী গুপ্ত (Sayantani Gupta)-কেও। বাবা যাদব (Baba Yadav)-এর পরিচালনায় আসছে কপ ইউনিভার্সের ছবি 'মেন্টাল'। আজ মুক্তি পাওয়া মোশন পোস্টারে মুক্তি পেয়েছে যশের লুক।
6/10

সোশ্যাল মিডিয়ায় আজ যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছেন, 'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'।
7/10

পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সলমন খানের 'দবং'-এর লুককে। তবে যশের মুখের হাসি অবশ্য বলে দিচ্ছে, তাঁর চরিত্র বেশ আলাদা।
8/10

এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার ছবিতেই স্বচ্ছন্দ। আর মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারে সেই আঁচই পাওয়া গেল।
9/10

যশ নুসরতের এই ছবিতে কপ ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে যাবতীয় পরিকল্পনা, এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। নতুন পদক্ষেপে খুশি নুসরত যশ দুজনেই।
10/10

এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী বাঙালি হলেও মূলত মুম্বইতেই কাজ করেছেন তিনি। এই ছবির হাত ধরে বাংলায় ফিরবেন তিনি। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে।
Published at : 25 Jun 2023 02:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















