এক্সপ্লোর
Basant Panchami 2022: কোন সময়ে কোন মন্ত্রে তুষ্ট করা যাবে বাগদেবীকে? দেখে নিন সেই নিয়ম
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/6b6f0d30aa3f18db2b201b21e25116be_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সরস্বতী পুজোর মন্ত্র
1/7
![আগামীকালই সরস্বতী পুজো। কিন্তু কখন শুরু হবে পুজো? কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গুপ্তপ্রেস পঞ্জিকায় রয়েছে সেই নির্ঘন্ট। সঠিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সরস্বতী দেবীকে পুজো নিবেদন করতে পারেন আপনি নিজেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/f1d0bc28c5b1d11f771657261eb23828fa50e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামীকালই সরস্বতী পুজো। কিন্তু কখন শুরু হবে পুজো? কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গুপ্তপ্রেস পঞ্জিকায় রয়েছে সেই নির্ঘন্ট। সঠিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সরস্বতী দেবীকে পুজো নিবেদন করতে পারেন আপনি নিজেই।
2/7
![বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে ৫ ফেব্রুয়ারি রাত ৩। ৪৮ মিনিট থেকে শুরু হবে পঞ্চমী তিথি। ৬ ফেব্রুয়ারি ভোর ৪। ৪৮ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ৫ ফেব্রুয়ারি সকাল ৭। ৬ মিনিট ১০ সেকেন্ড থেকে পঞ্চমী তিথি শুরু হবে, ৬ ফেব্রুয়ারি সকাল ৭। ৮ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/20e6974dfbf1bd7067b6b504f38e0e32d1097.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে ৫ ফেব্রুয়ারি রাত ৩। ৪৮ মিনিট থেকে শুরু হবে পঞ্চমী তিথি। ৬ ফেব্রুয়ারি ভোর ৪। ৪৮ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ৫ ফেব্রুয়ারি সকাল ৭। ৬ মিনিট ১০ সেকেন্ড থেকে পঞ্চমী তিথি শুরু হবে, ৬ ফেব্রুয়ারি সকাল ৭। ৮ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে।
3/7
![সরস্বতীর দেবীর পুজো শুরু করুন আহ্নিক ও ইষ্টমন্ত্র জপ করে। এরপর ‘ওঁ বিষ্ণু’ মন্ত্রে তিনবার দেহশুদ্ধি ও মুখশুদ্ধি করুন। দেবীকে স্মরণ করুন এই মন্ত্রে- ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্। ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ। নমোঃ শুচি, নমোঃ শুচি, নমো শুচিঃ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/536590b8e7fe113a0dfb2dd4806c598809670.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সরস্বতীর দেবীর পুজো শুরু করুন আহ্নিক ও ইষ্টমন্ত্র জপ করে। এরপর ‘ওঁ বিষ্ণু’ মন্ত্রে তিনবার দেহশুদ্ধি ও মুখশুদ্ধি করুন। দেবীকে স্মরণ করুন এই মন্ত্রে- ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্। ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ। নমোঃ শুচি, নমোঃ শুচি, নমো শুচিঃ।
4/7
![এরপর সকল দেবতাদের পুজো নিবেদন করতে হবে। প্রথমে বলুন, ‘ওঁ এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রীবিষ্ণবে নমঃ’; এরপর- ‘ওঁ এতে গন্ধপুষ্পে এতৎসম্প্রদানেভ্যঃ পূজনীয়দেবতাভ্যো নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীগুরবে নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে গণেশাদিপঞ্চদেবতাভ্যো নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে নমো নারায়ণায় নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণেভ্যো নমঃ’।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/fe4ac4fb9e3cfe2066395b4d4c76b9c462b1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর সকল দেবতাদের পুজো নিবেদন করতে হবে। প্রথমে বলুন, ‘ওঁ এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রীবিষ্ণবে নমঃ’; এরপর- ‘ওঁ এতে গন্ধপুষ্পে এতৎসম্প্রদানেভ্যঃ পূজনীয়দেবতাভ্যো নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীগুরবে নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে গণেশাদিপঞ্চদেবতাভ্যো নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে নমো নারায়ণায় নমঃ’; ‘ওঁ এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণেভ্যো নমঃ’।
5/7
![এরপর সূর্যপ্রণাম করে অঞ্জলি দিন এই মন্ত্রে- ‘ওঁ নমো বিবস্বতে ব্রহ্মন্ ভাস্বতে বিষ্ণুতেজসে। জগৎসবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। ইতিমর্ঘ্যঃ শ্রীসূর্যায় নমঃ’। অর্ঘ্য নিবেদন করার পর সূর্যপ্রণাম করুন- ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ । ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্- এই মন্ত্রে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/dddc5307115274cdf72258b3988239b3eacb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর সূর্যপ্রণাম করে অঞ্জলি দিন এই মন্ত্রে- ‘ওঁ নমো বিবস্বতে ব্রহ্মন্ ভাস্বতে বিষ্ণুতেজসে। জগৎসবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। ইতিমর্ঘ্যঃ শ্রীসূর্যায় নমঃ’। অর্ঘ্য নিবেদন করার পর সূর্যপ্রণাম করুন- ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ । ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্- এই মন্ত্রে।
6/7
![নিজে পুজো করার ক্ষেত্রে এরপর সরাসরি মা সরস্বতীর পুষ্পাঞ্জলী মন্ত্র পাঠ করুন। ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/c8b605430f0348522ac85db49bb0543035392.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজে পুজো করার ক্ষেত্রে এরপর সরাসরি মা সরস্বতীর পুষ্পাঞ্জলী মন্ত্র পাঠ করুন। ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
7/7
![এরপর প্রণামমন্ত্রে বলুন- সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/bc26240a4dd8d1a01675c0c287a5193438103.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর প্রণামমন্ত্রে বলুন- সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
Published at : 04 Feb 2022 03:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
হুগলি
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)