এক্সপ্লোর
Health Tips: ত্বকের ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব, শুধু মেনে চলতে হবে কিছু নিয়ম
Skin Cancer Prevention: উত্তরোত্তর বেড়ে চলেছে ত্বকের ক্যানসার। ঝুঁকি এড়াতে বছরভর মেনে চলুন কিছু নিয়ম।
ছবি: ফ্রিপিক।
1/10

সময়ের সঙ্গে ত্বকের ক্যানসারও বেড়ে চলেছে লাগাতার। ত্বকের কোষগুলির অস্বাভআবিক বৃদ্ধি ঘটলে, তা অনেক সময় ক্যানসারে পরিণত হয়। ত্বকের বাইরের আবরণই সাধারণত থাবা বসায় ক্যানসার। তবে ত্বকের ক্যানসারও বিভিন্ন প্রকারের হয়।
2/10

মূলত অতি বেগুনি রশ্মি থেকে নির্গত বিকিরণ থেকে ত্বকের ক্যানসার হয়। সূর্যের আলো থেকে নির্গত অতি বেগুনি রশ্মি বা কৃত্রিম ট্যানিং যন্ত্র থেকে নির্গত অতি বেগুনি রশ্মি থেকেও ত্বকের ক্ষতি হতে পারে। তবে ত্বকের ক্যানসারের ঝুঁকি এড়ানো যায় একটু সতর্ক হলেই।
Published at : 09 Sep 2023 11:44 AM (IST)
আরও দেখুন






















