এক্সপ্লোর
Constipation In Winter: শীত এলেই বাড়ে কোষ্ঠকাঠিন্য? ডায়েটে থাকুক এই সব খাবার রাখলে মুক্তি মিলবেই
Foods for Constipation: শীতকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে অনেকের। কিছু খাবার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

শীতকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেকেই। শারীরিক ভাবে সক্রিয় না থাকা, হজমের সমস্যা এর নেপথ্য কারণ হতে পারে। তবে এই সমস্যা থেকে রেহাই দিতে পারে কিছু খাবার। ছবি: ফ্রিপিক।
2/10

আলুবোখরা শুকিয়েও খাওয়া যায়। এতে প্রাকৃতিক জোলাপ থাকে, থাকে সরবিটল উপাদানও, যা থেকে অন্ত্রে জলের জোগান অব্যাহত থাকে। শীতকালে শুকিয়ে যাওয়া আলুবোখরা খেলে হজমের সমস্যা দূর হয়, জলশূন্যতা দেখা দেয় না শরীরে। ছবি: ফ্রিপিক।
Published at : 09 Jan 2024 01:26 PM (IST)
আরও দেখুন






















