হোমফটো গ্যালারিস্বাস্থ্যTomato Benefits: ত্বকের সৌন্দর্য বৃদ্ধি থেকে শর্করা নিয়ন্ত্রণ, একাধিক পুষ্টিগুণে ভরপুর টমেটো
Tomato Benefits: ত্বকের সৌন্দর্য বৃদ্ধি থেকে শর্করা নিয়ন্ত্রণ, একাধিক পুষ্টিগুণে ভরপুর টমেটো
By : abp ananda | Updated at : 19 Mar 2022 02:55 PM (IST)
টমেটোর উপকারিতা
1/10
পুষ্টিতে ভরপুর টমেটো। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাসিয়াম। টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার।
2/10
চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকরী। ত্বকের সমস্যায় টমেটোর ব্যবহার করা যেতে পারে।
3/10
টমেটোর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে।
4/10
টমেটো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে. প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়।
5/10
রক্তাল্পতা দূর করতে সাহায্য করে টমেটো। যাঁরা রক্তাল্পতায় ভুগছেন, তাঁরা রোজ পাতে টমেটো রাখুন।
6/10
ভিটামিন সির অভাবে মাড়ি থেকে রক্তপাত হয়। টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় মাড়ির সমস্যা দূর হয় টমেটোতে।
7/10
টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন এবং ভিটামিন এ। যা অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে তাই নিয়মিত টমেটো খেতে পারেন।
8/10
টমেটোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম। যা হাড়ের জন্য উপকারী। হাড় দুর্বল হলে টমেটো খেতে পারেন নিয়মিত।
9/10
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে টমেটো। ভিটামিন সিসমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়।
10/10
টমেটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।